ভারতে বিয়ে হল এমন একটি রীতি, যা প্রায় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং হৈ হুল্লোড়ের মাধ্যমে দুটি পরিবার মিলিত হয়। বিয়ে মানে শুধু দুই মানুষের মিলন নয়, দুটি পরিবারের প্রত্যেক সদস্যদের মিলন।
তবে সাজসজ্জা যেমনই হোক না কেন, বিয়ে মানেই কিন্তু ভর পেট খাওয়া দাওয়া। আইবুড়ো ভাত থেকেই শুরু হয়ে যায় খাওয়া-দাওয়া পর্ব। কোনও বাড়িতে ক্যাটারিং আবার কোনও বাড়িতে হালুইকর দিয়ে রান্না করা হয়। যদিও যে সমস্ত বাড়িতে লোক সংখ্যা কম, খাওয়া-দাওয়ার পরিবেশন করানো হয় ক্যাটারিং-এর মাধ্যমে।
(আরও পড়ুন: প্রচুর চুল ঝরছে? আসলে কী কারণে হচ্ছে তার হদিশ পেয়েছেন কি?)
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমন একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে ক্যাটারিং বা বাড়ির মানুষ নয়, অতিথিদের খাওয়া-দাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সুইগিকে। সুইগি হলো মূলত অনলাইন খাবার অর্ডার দেওয়ার অ্যাপ। কিন্তু এই প্রথম বিয়ের মত কোনও অনুষ্ঠানে সুইগিকে খাবারের দায়িত্বে থাকতে দেখা গেল।
ঘটনাটি ঘটেছে দিল্লিতে। একজন সুইগি এজেন্ট দিল্লির এই এনগেজমেন্ট পার্টির বাল্ক অর্ডার ডেলিভারি করে। কিন্তু ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পরেই মানুষ ভীষণ হাসাহাসি শুরু করে ঘটনাটি নিয়ে। একজন লিখেছেন, ‘এ আবার কেমন কথা, অতিথিরা অনলাইনে খাবার খাবেন?’
একজন আবার লিখেছেন, ‘এবার বিয়েও অনলাইনে হয়ে যাবে।’ কেউ কেউ আবার স্টিকার কমেন্ট করেও নিজের হাস্যরস প্রকাশ করেছেন। একজন যেমন অক্ষয় কুমারের একটি সিনেমার ছবি ব্যবহার করে লিখেছেন, ‘কুছ তো সরম করো, জনাব কুছ তো সরম করো।’
একজন প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘ঘাও তো আপনা নেহি দিয়া হে। আপনে তো হামসে হামারা কাম হি ছিনলিয়া।’ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের ছবি অ্যাটাচ করে লিখেছেন, ‘ক্যাটারার বি লাইক: ম্যায় কেয়া কারু ফির? জব ছোর দু?’
(আরও পড়ুন: বংশধারার সমাপ্তি ঘটেছিল রবীন্দ্রনাথের, প্রয়াণ দিবসে ফিরে দেখা সেই জীবনকাহিনি)
একজন পিকে সিনেমার ছবি ব্যবহার করে লিখেছেন, এই ছবি দেখে Halwai বলবেন, ‘ধান্দা বান্দ কারনা পারেগা কেয়া?’ একজন আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হাম কুছ নেহি বাতা সাকতে, হাম ডিপ্রেশন মে হে।’
প্রসঙ্গত, ব্যাপারটা নিয়ে যতই মজা করা হোক না কেন, এই অনলাইনে যুগে যদি সব কিছুই অনলাইনে হয়ে যায় তাহলে লোকাল ক্যাটারিং তাদের কাজ হারাবে। তাই বিয়ে বা বিয়ের মতো বড় কোনও অনুষ্ঠানে Zomato, swiggy না, বরং পরিচিত কোনও মানুষকে দিয়েই কাজ করানো ভালো।