বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024: অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক
পরবর্তী খবর

Durga Puja 2024: অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক

হুগলির জিরাটে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির (প্রতীকী ছবি)

Durga puja theme: আর হাতে বেশি সময় নেই। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এবার পুজো মণ্ডপে দেখা যাবে দুর্দান্ত থিমের ঝলক। এবার হুগলির  জিরাটে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির। 

আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। কলকাতা থেকে শহরতলি, সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও লাইটের কাজ চলছে, কোথাও আবার থার্মোকলের কাটিং শেষ হয়েছে সবে। গত বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে যে কাজ থমকে ছিল তা আবার জোর কদমে শুরু হয়েছে পুজো মণ্ডপ গুলিতে।

কলকাতার পুজো যে নজরকাড়া  হয় তা বলাই বাহুল্য। তবে থিমের দিক থেকে পিছিয়ে থাকে না জেলাগুলিও। এবার পুজোর বিশেষ চমক দেখতে হলে আপনাকে যেতেই হবে, হুগলির বলাগড়ে। দুর্গাপুজায় এখানকার মণ্ডপগুলি সেজে উঠতে চলেছে একেবারে অনন্য ভাবে। কিন্তু সব থেকে বেশি নজর কাড়বে জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

(আরও পড়ুন: এই অস্থির সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই প্রিয়জনদের পাঠান শারদীয়ার শুভেচ্ছা)

জিরাট সার্বজনীন দুর্গাৎসব কমিটির এই বছর প্লাটিনাম জয়ন্তী বর্ষ। এবারের থিম হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই মন্ডপ তৈরির কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করার জন্য পুজো মন্ডপে ব্যবহার করা হয়েছে বাঁশ, ফোম, ভেষজ রঙ এবং পাট। মন্ডপের আলোকসজ্জাতেও থাকবে বেশ কিছু চমক। শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমুহূর্তে রঙ পাল্টাবে মন্ডপ।

এই প্রসঙ্গে শিল্পী তপন কুমার পাত্র বলেন, ‘প্রায় একমাস ধরে চলছে মন্ডপ তৈরির কাজ। অযোধ্যায় যতটা এলাকা জুড়ে রাম মন্দির অবস্থিত ততটা এলাকা পাওয়া যায়নি এখানে। তবে অল্প জায়গাতেই মন্ডপ নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ণ মন্ডপে ফাইবারের কাজ করা হবে। মন্ডপের চারিপাশে থাকবে নারায়ণ, রাম, সীতা এবং হনুমানের মূর্তি। ভেতরে থাকবে ২৫ ফুট বাই ২৫ ফুটের একটি ঝাড়। তৃতীয়ার মধ্যে মণ্ডপের কাজ সমাপ্ত করতে হবে তাই আপাতত সব কাজ ভুলে মন্ডপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা।’

(আরও পড়ুন: পুজো আসতে আর মোটে তিন সপ্তাহ দেরি! এখন থেকেই ঘনিষ্ঠদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা)

পুজো কমিটির সেক্রেটারি নীলাদ্রি মন্ডল বলেন, ‘ভারতবর্ষে সবথেকে চর্চিত একটি মন্দির হল রামমন্দির। বহু মানুষ রয়েছেন যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির দর্শন করতে পারেন না শারীরিক সমস্যার কারণে। গ্রামের বহু মানুষ আছে যাদের স্বপ্ন রাম মন্দির দর্শন করা, তাই এবার আমরা রাম মন্দিরের অনুকরণে পুজো মন্ডপ তৈরি করছি। আমাদের পুজোর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে সনাতনী প্রতিমা পূজিত হবেন মণ্ডপে।’

Latest News

ফেক লিখে পাঠালেই পুরস্কার, ঘোষণা মমতার, 'আর্মির থেকেও পুলিশের সম্মান বেশি' ‘‌কর্মবিরতি করলেন আবার স্টাইপেন্ডও নিলেন’‌, জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের শুক্রের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ, ব্যবসা বাড়বে, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ AI টুলও ব্যর্থ হয়ে গেল! স্মৃতি-হরমনদের নিয়ে ট্রোলিং আটকাতে পারছে না ICC ‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.