বাংলা নিউজ > টুকিটাকি > 'পুরুষ ও নারীর মস্তিষ্কে বেশি নেই পার্থক্য, সমলিঙ্গের ক্ষেত্রে তা অনেক বেশি'

'পুরুষ ও নারীর মস্তিষ্কে বেশি নেই পার্থক্য, সমলিঙ্গের ক্ষেত্রে তা অনেক বেশি'

জার্মানির এক গবেষণা কেন্দ্রে মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা চলছে৷ (ছবিটি প্রতীকী)

গবেষণা অনুযায়ী, পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে আকারে বড়৷ কিন্তু তাই বলে পুরুষদের মস্তিষ্ক ভালো ও দ্রুত কাজ করে, এমন মনে করার কারণ নেই।

জার্মানির এক গবেষণা কেন্দ্রে মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা চলছে৷ তারা একটি থ্রিডি ম্যাপ তৈরি করেছে, যেখানে মস্তিষ্কের ভিতরের স্নায়ু ও অন্যান্য গঠন খুব ভালোভাবে দেখা যায়৷

দুই লিঙ্গের মস্তিষ্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে পার্থক্য দেখা গিয়েছে সেটা হচ্ছে, পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে আকারে বড়৷ কিন্তু তাই বলে পুরুষদের মস্তিষ্ক ভালো ও দ্রুত কাজ করে, এমন মনে করার কারণ নেই বলে জানিয়েছেন জার্মানির হেল্মহলৎস গবেষণা কেন্দ্রের নিউরোসায়েন্টিস্ট সুজানে ভাইস৷

২০১৩ সালের এক বিতর্কিত গবেষণায় দুই লিঙ্গের মধ্যে আরেকটি পার্থক্য খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল৷ এতে বলা হয়েছিল, নারী মস্তিষ্কের দুই অংশের একে অন্যের সঙ্গে যোগাযোগ পুরুষদের চেয়ে ভালো৷ আর পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের প্রতিটি অংশের অভ্যন্তরে যোগাযোগ ভালো৷

মানুষ যে মনে করেন, পুরুষ ও নারীর কিছু বৈশিষ্ট্য আলাদা, ঐ গবেষণার তথ্য সেটাই প্রমাণ করে৷ যেমন মানুষ মনে করেন, মেয়েরা পুরুষদের চেয়ে বেশি সহানুভূতিশীল৷ তবে নতুন গবেষণায় দেখা গিয়েছে পুরুষ ও নারীর মস্তিষ্কে ততটা পার্থক্য নেই৷ বরং অনেকের ধারণার চেয়েও দুই লিঙ্গের মস্তিষ্কে অনেক মিল আছে৷

সুজানে ভাইস বলেন, ‘পুরুষ ও নারীর মস্তিষ্কের চেয়ে সমলিঙ্গের অর্থাৎ দু'জন পুরুষ কিংবা দু'জন নারীর মস্তিষ্কের মধ্যে বেশি পার্থক্য দেখা গিয়েছে৷ গবেষণায় দেখা গিয়েছে, মেয়েরা ভাষা শিক্ষায় ভালো, আর ছেলেরা ভালো বিজ্ঞানে৷ কিন্তু এসব গবেষণায় খুব কম নমুনা নেওয়া হয়েছে৷ আপনি যদি মাত্র ২০, ৫০ কিংবা ১০০ মানুষের উপর গবেষণা করেন তাহলে আসলে পুরো ছবিটা উঠে আসে না৷'

কিন্তু পুরো ছবিটা আসলে কী? পুরুষ ও নারীর দক্ষতার পার্থক্য খুঁজতে হাজার-হাজার গবেষণা হয়েছে৷ ফলাফল? আসলে তেমন নেই৷ বরং পার্থক্যের চেয়ে মিলই বেশি পাওয়া গিয়েছে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

টুকিটাকি খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.