শাহরুখ শুধু দুর্দান্ত অভিনয় বা ব্যবহারের জন্য নয়, অনবদ্য ফ্যাশনের জন্যও পরিচিত। শাহরুখের স্টাইল বা ফ্যাশন ফলো হবে না, তা হতেই পারে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে শাহরুখের হাতে থাকা তিনটি দামি ব্রেসলেট।
মঙ্গলবার আইফা ২০১৪ - এর প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শাহরুখ খান। উপস্থিত ছিলেন আরও একাধিক তারকা। সকলেই যখন কনফারেন্সে ব্যস্ত ছিলেন ঠিক তখনই লেন্স বন্দী হয়ে যায় ব্রেসলেটে মোড়ানো শাহরুখের কব্জি।
(আরও পড়ুন: আলিয়ার ‘জিগরা’ নাকি পুরনো সিনেমার গল্প থেকে নেওয়া? কোন সিনেমা, কারা ছিলেন তাতে)
DietSabya - এর নামক Instragram পেজ থেকে শাহরুখের এই ছবিটি শেয়ার করা হয়। ছবিতে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে কথোপকথনে মত্ত শাহরুখ খানকে দেখতে পাওয়া যায়। কালো পোশাক এবং কালো টুপি পরিহিত শাহরুখ খানের কব্জিতে থাকা ব্রেসলেট গুলি সব থেকে বেশি নজর কেড়েছে সকলের।
কী কী ছিল শাহরুখ খানের হাতে?
শাহরুখ খানের কব্জিতে ছিল একটি কালো রঙের তাবিজ। তারপর শাহরুখ পরেছিলেন একটি ডায়মন্ড টেনিস ব্রেসলেট, কার্টিয়ার ইক্রোউ ডি ব্রেসলেট, কার্টিয়ার জাস্ট আন ক্লু ব্রেসলেট।
কার্টিয়ার জাস্ট আন ক্লু ব্রেসলেটটি ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি। ব্রেসলেটটিতে রয়েছে ৩২ টি উজ্জ্বল হীরা। Cartier - এর ওয়েবসাইটে এই ব্রেসলেটটির দাম ১১,৯০,০০০ টাকা। শাহরুখের হাতে থাকা অন্য ব্রেসলেটটিও কার্টিয়ার। কার্টিয়ার ইক্রোউ ডি ব্রেসলেটটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি।ওয়েবসাইটে এই ব্রেসলেটটির দাম ৬,৯৫,০০০ টাকা।
(আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনার মাঝে নতুন টুইস্ট! জোর চর্চা যিশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার নেপথ্যে ১ নয়, জোড়া ব্যক্তি?)
প্রসঙ্গত, এই ব্রেসলেট গুলি ছাড়াও শাহরুখ পরে থাকেন আরো একটি হীরের টেনিস ব্রেসলেট এবং ডান আঙুলে একটি আংটি। শাহরুখ যে ব্রেসলেট পরতে ভীষণ ভালোবাসেন, তা বেশ বোঝাই যায় এই ছবিগুলি দেখে।