রোজ সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তার কিছু একেবারে বিনোদনমূলক কারণে, আর কিছুর পিছনে থাকে বিস্ময়। কী করে সম্ভব হচ্ছে এমন একটি ঘটনা, তা হয়তো অনেকেই বুঝতে পারেন না। আর সেই কারণেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে দ্রুত। হালে এমনই হয়েছে একটি সাইকেলের ভিডিয়োকে কেন্দ্র করে। দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়োটি। কিন্তু কেন?
এই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সাইকেল তড়তড়িয়ে এগিয়ে চলেছে। সে তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এর মধ্যে অবাক করা বিষয় কী আছে? অবাক করা বিষয় হল, এর চাকার গড়ন। সেটি গোল নয়, চৌকো!
বহু হাজার বছর আগেই মানুষ চাকার আবিষ্কার করেছে। এটি মানব সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসাবেই পরিচিত। চাকার আকার গোল হওয়ার ফলে সেটি দিয়ে যে কোনও জিনিস এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহজ হয়। সেই কারণেই যে কোনও চাকাই গোল। কিন্তু এই সাইকেলের ক্ষেত্রে তা নয়। এর চাকা চৌকো? এটিও কি সম্ভব?
বেশ কয়েক বছর ধরেই কিউ নামের একটি প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল চালিয়ে আসছেন এক ইঞ্জিনিয়ার। সেই চ্যানেলেই তিনি এমন একটি সাইকেল নিয়ে ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানেই দেখা গিয়েছে সাইকেলের চাকাটি গোলাকার নয়, বর্গাকার। আর তা ভিডিয়োই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বেই বিরাট আলোড়ন ফেলেছে এই ভিডিয়োটি। একটি টুইটেও ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেটিও ভাইরাল হয়ে গিয়েছে দ্রুত।
কী রয়েছে ভিডিয়োটিতে? দেখা গিয়েছে, সাইকেলটির অন্যান্য যন্ত্রাংশ পরিচিত সাইকেলের মতো হলেও এর চাকা দুটি সম্পূর্ণ চৌকো। সাইকেলের নির্মাতা সকলকে অবাক করে দিয়ে এর পরে সাইকেলটিতে প্যাডেল করতে শুরু করেন। সাইকেলটিও সামনের দিকে এগোতে থাকে।
যত দূর জানা গিয়েছে, এই সাইকেলে স্পোক থাকলেও, তা শুধুমাত্র দেখতে ভালো করার জন্য। এটির চাকা ঘোরার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এর চাকা অনেকটাই কাজ করে যুদ্ধের সাঁজোয়া ট্যাংকের চাকার মতো করে। যদিও এর বেশি কিছুই বলা হয়নি ভিডিয়োটিতে। আপনিও দেখে নিন সেই ভিডিয়ো।
এর পরে কি বুঝতে পারলেন কীভাবে কাজ করছে সাইকেলের চাকা? না, সেই রহস্যের সমাধান এখানে নেই। দেখে যতটা আন্দাজ করা যায়, তার বেশি তথ্য কাউকেই দেননি সাইকেলের নির্মাতা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup