বাংলা নিউজ > টুকিটাকি > Combination Covid and Flu Vaccine: এক টিকাতেই থামানো যাবে কোভিড এবং অন্য অসুখ, টিকার ট্রায়াল চলছে পুরোদমে

Combination Covid and Flu Vaccine: এক টিকাতেই থামানো যাবে কোভিড এবং অন্য অসুখ, টিকার ট্রায়াল চলছে পুরোদমে

বাজারে আসছে যুগ্ম ভ্যাকসিন। 

শুধু কোভিড-১৯ নয়, একটি টিকা দিয়ে থামানো যাবে অন্য রোগের সংক্রমণও। টিকার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। এমনই দাবি টিকা প্রস্তুতকারী সংস্থাটির।

কোভিডের টিকা আসতে বেশ কিছুটা সময় লেগেছে। কিন্তু এখন খুব দ্রুত এগোচ্ছে এই টিকার মানোন্নয়নের কাজ। আর তার দিকে আরও একধাপ এগোনো গেল এবার। শুধু কোভিড নয়, এমন টিকা তৈরির কাজ প্রায় শেষের মুখে, যে টিকা একই সঙ্গে অন্য অসুখকেও আটকাবে। টিকা নির্মাণকারী সংস্থা জানিয়েছে, এর ট্রায়াল শুরু হয়েছে।

সম্প্রতি টিকা প্রস্ততকারী আন্তর্জাতিক সংস্থা Novavax এমনই দাবি করেছে। তাদের তরফে বলা হয়েছে, তারা এমন টিকার ট্রায়াল শুরু করেছে, যেটি কোভিডের পাশাপাশি Influenza ভাইরাসকেও আটকাতে পারবে।

করোনার সঙ্গে যুগ্মভাবে যদি Influenza হয়, তাহলে বিপদ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। সেই কারণেই চিকিৎসকরা অনেককে পরামর্শ দেন, কোভিডের পাশাপাশি Influenza ভাইরাস আটকানোর টিকা নিতে। কিন্তু দু’টি আলাদা আলাদা টিকার প্রয়োজন আর নাও হতে পারে। এবার থেকে এই একটি টিকাই আটকে দেবে দু’টি অসুখকেই।

তবে এটি mRNA টিকার মতো নয়। এই টিকা সম্পূর্ণ রূপে অন্যভাবে কাজ করবে বলে জানা গিয়েছে। এই টিকায় কিছু nanoparticles থাকবে, যার সঙ্গে ভাইরাসগুলির প্রোটিনের মিল আছে। ফলে এই nanoparticles শরীরে গেলে শরীর সেই রোগগুলির প্রতিরোধ শক্তি তৈরি করবে। আগামী দিনে এই টিকা বহু অসুখের সমাধান করতে পারবে বলে আশা বিজ্ঞানীদের।

বন্ধ করুন