ভারতের স্বাধীনতা দিবসে, ভারতের জাতীয় পতাকা হাতে, ভারতেরই নাম ভুলে বসলেন নিউ ইয়র্কের মেয়র। ভুলে ভুলে টানা তিনবার ভারতকে পাকিস্তান বলে সম্বোধন করেছেন তিনি। আর তা শুনেই হতচকিত নেটপাড়া। ভাইরালও হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে কুইন্সে আয়োজিত একটি অনুষ্ঠানে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠিত হয়েছিল 'ইন্ডিয়া ডে প্যারেড'। এখানেই অংশ নিয়েছিলেন অ্যাডামস। অভিবাসী সম্প্রদায়ের এখানে একটি বিশেষ মঞ্চও তৈরি করা হয়েছিল। জাতীয় পতাকার রঙের বেলুন দিয়ে সজ্জিত করা হয়েছিল ওই মঞ্চ। মঞ্চে লেখা ছিল, 'মেয়র অ্যাডামস সেলিব্রেট দ্য ইন্ডিয়ান কমিউনিটি'। তাঁর গায়েও জড়ানো ছিল ভারত ও আমেরিকার জাতীয় পতাকা। হাতেও ছিল ভারতের পতাকা।
আরও পড়ুন: (Supreme court: MSP নিয়ে অভিযোগ কৃষকদের, কমিটি গড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের)
সেখানে দাঁড়িয়েই গর্বের ভারতকে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এমন সময়ই ঘটে কাণ্ডটা। মেয়র এত বড় ভুল করতে পারেন, তা বিশ্বাস করতে পারেননি উপস্থিত সকলেই নিজের বক্তৃতায় বহুবার তিনি ভুল করে ভারতকে 'পাকিস্তান' বলে সম্বোধন করে বসেছিলেন। এরপরেই পড়ে যায় হুলুস্থুল। ভিড়ের মধ্য থেকে তারস্বরে চিৎকার ভেসে আসে, 'ইন্ডিয়া ইন্ডিয়া' বলে।
এদিনের ভাষণে, তিনি বলেছিলেন, আমরা এই সপ্তাহের শুরুতে বোলিং গ্রিনে পতাকা উত্তোলন করেছি। এই সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় আইন প্রয়োগের দায়িত্ব সামলাচ্ছেন। এরাই সেই পাকিস্তানি অফিসার যারা ক্রমাগত এগিয়ে চলেছেন। তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই লোকেরা আমাদের জননিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এই সম্প্রদায়কে এতদিন ধরে চিনি, ছোট পাকিস্তান এবং কুইন্স হোক, বা ছোট পাকিস্তান এবং ব্রুকলিন, আপনারা এই শহরের একটি প্রধান ভিত্তি। তাই আসুন আপনার স্বাধীনতা উদযাপন করি।
আরও পড়ুন: (Kolkata Municipality: ফুটপাত ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় হকারদের, মাঠে নামল কলকাতা পৌরসভা)
এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিজের এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছিলেন। লিখেছিলেন যে আজকে কুইন্সে আমাদের ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে তাদের স্বাধীনতা উদযাপনের বার্ষিক কুচকাওয়াজে থাকতে পেরে খুবই ভালো লাগছে! এই নিউ ইয়র্কবাসী আমাদের শহরের একটি অপরিহার্য অংশ, এবং আমরা প্রতিদিন তাঁদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।