যদিও এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি যে, অলিভ অয়েলে স্তনের আকারে বিশাল কোনও পরিবর্তন হয় বা বেড়ে যায়, অনেক ক্ষেত্রে স্তনের আকার বড় করা নিয়ে ঝুঁকির প্রসঙ্গও উঠে আসে। তবে বলা হয়ে থাকে, কিছু তেল স্তনের আকার বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর অলিভ অয়েল তাদের মধ্যে অন্যতম।
1/5সুন্দর আকারের স্তন প্রায় প্রতিটি মহিলার কাছেই আকর্ষণের বিষয়। স্তনের আকার বহু মহিলার ক্ষেত্রেই আত্মবিশ্বাস বা সৌন্দর্য ধরে রাখার নানান ধরনের মাধ্যম হয়ে ওঠে। অনেকেই মনে করেন, স্তনের আকার সঠিক না হলে, দৈহিক সৌন্দর্যে কিছুটা প্রভাব পড়ে। যদিও রূপের আসল সিক্রেট একজন মহিলার ভালো থাকার মধ্যেই লুকিয়ে থাকে! এদিকে স্তনের পরিচর্যায় বহু মহিলাই নানান রকমের পন্থা অবলম্বন করেন। অনেকে বলে থাকেন এতে অলিভ অয়েল বেশ কার্যকরি।
2/5যদিও এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি যে, অলিভ অয়েলে স্তনের আকারে বিশাল কোনও পরিবর্তন হয় বা বেড়ে যায়, অনেক ক্ষেত্রে স্তনের আকার বড় করা নিয়ে ঝুঁকির প্রসঙ্গও উঠে আসে। তবে বলা হয়ে থাকে, কিছু তেল স্তনের আকার বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর অলিভ অয়েল তাদের মধ্যে অন্যতম।
3/5অলিভ অয়েলের উপকারিতা: অলিভ অয়েলে থাকা কিছু গুণ কোষে রক্ত চলাচলকে বাড়িয়ে দেয়। তারফলে স্তনের আকার বেড়ে যেতে সাহায্য করে। এই তেল মালিশ করলে শুধু স্তনের আকার বাড়ে, তা নয়। সঙ্গে সঙ্গে স্তনকে সুঢৌলও করে তোলে।
4/5কীভাবে মালিশ করবেন: এই তেল মালিশ করতে হলে আঙুলে তেল নিয়ে ১০ থেতে ১৫ মিনিট ক্লক ওয়াইজ ভাবে এক দিকে ঘোরাতে থাকুন আঙুল। রোজ স্নানের সময় এভাবে তেল মালিশ করলে ২ থেকে ৩ মাস পরে স্তনের আকারে বৃদ্ধি নজর করা যাবে। তবে অলিভ অয়েল ছাড়াও স্তনের আকার বাড়াতে রোজ ব্যায়াম করা খুবই জরুরি।
5/5স্তনের আকার বাড়াতে কী কী তেল কার্যকরী: স্তনের ত্বক ভালো রাখতে ও স্তনকে কোনও সংক্রমণ থেকে রক্ষা করতে লবঙ্গ তেল জরুরি। আমন্ড অয়েল রক্ত চলাচলে উপকার দেয়। এটি স্তনের স্বাস্থ্যের জন্য খুব উপকারি। এই তেল নিয়মিত মালিশে পাওয়া যায় উপকার। এছাড়াও নারকেল তেল দিয়ে স্তন মালিশ করার চল রয়েছে। এতে স্তনের ত্বক ও আকার দুটিতেই উন্নতি দেখা যায়। (এই প্রতিবেদনের তথ্য প্রচলিত তথ্যের উপর আধারিত। এর বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)