নতুন করে চিনে বাড়বাড়ন্ত কোভিড কেসের অন্যতম কারণ ... more
নতুন করে চিনে বাড়বাড়ন্ত কোভিড কেসের অন্যতম কারণ হতে পারে এই ওমিক্রন বিএফ সেভেন। যদিও বিশেষজ্ঞরা এই কোভিড ভ্যারিয়েন্ট থেকে নাগরিকদের সুরক্ষিত থাকার জন্য বিশেষ গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। দেখে নেওয়া যাক, এই বিশেষ কোভিড সাব ভ্যারিয়েন্ট শরীরে হামলা করলে কোন কোন উপসর্গ দেখা দেয়।
1/4করোনা থেমে যায়নি! তার বিভিন্ন ভ্যারিয়েন্ট ক্রমেই নিজের মতো করে জাল বিস্তার করে চলেছে। চলছে তাদের মিউটেশন। এবার দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন বিএফ সেভেন। বিএফ সেভেন সাব ভ্যারিয়েন্টটি ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, বেলজিয়ামে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জানা গিয়েছে, চিনের মঙ্গোলিয়া থেকে এই ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে দিয়েছে। (REUTERS)
2/4নতুন করে চিনে বাড়বাড়ন্ত কোভিড কেসের অন্যতম কারণ হতে পারে এই ওমিক্রন বিএফ সেভেন। যদিও বিশেষজ্ঞরা এই কোভিড ভ্যারিয়েন্ট থেকে নাগরিকদের সুরক্ষিত থাকার জন্য বিশেষ গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। দেখে নেওয়া যাক, এই বিশেষ কোভিড সাব ভ্যারিয়েন্ট শরীরে হামলা করলে কোন কোন উপসর্গ দেখা দেয়।
3/4ওমিক্রনের বিএফ ৭ এর উপসর্গ- এই সমস্যা শরীরে দেখা দিলে, ক্রমাগত কাশি হতে থাকবে। এই কাশি সহজে ছাড়বে না। এছাড়াও শ্রবণশক্তি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এই সাব ভ্যারিয়েন্ট শরীরে দানা বাঁধলে। সঙ্গে থাকতে পারে বুকে ব্যথা। এছাড়াও জ্বর এলে তা কাঁপুনি দিয়ে হবে। গন্ধের দিক থেকে বদন অনুভব করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4সাবধনতা প্রয়োজন- চিকিৎসকরা বলছেন সামনেই রয়েছে উৎসবের মরশুম। তার আগে করোনা নিয়ে সতর্কতা প্রয়োজন। ইতিমধ্যেই দুর্গাপুজো কেটেছে, আর সামনেই আসছে কালীপুজো। ভিড়ে ঠাকুর দেখতে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে কোনও ভুল নেই! এছাড়াও করোনার যেকোনও ভ্যারিয়েন্ট থেকেই সাবধানতা জরুরি। ওমিক্রনের বিএফ ৭ তাঁদের জন্য ভয়ঙ্কর হতে পারে যাঁদের, হার্ট, কিডনি, লিভারের সমস্যা রয়েছে। দাবি করছেন বিশেষজ্ঞরা।(ফাইল ছবি)