বিশ্বের বিভিন্ন দেশ কোভিড ঘিরে ত্রাস মাত্রা ছাড়াতেই ভারতের তরফে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। চিন, থাইল্যান্ড, জাপান সমেত বিশ্বের ৬ টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য কোভিড আরটি পিসিআর -এর নেগেটিভ রিপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে হবে। এছাড়াও একাধিক নজরদারি চালাচ্ছে ভারত।
1/5বিশ্ব জুড়ে বিশেষজ্ঞদের ত্রাসের সঞ্চার করেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫। আমেরিকা থেকে শুরু করে চিন, জাপানে ত্রাস ছড়াতে শুরু করেছে এক্সবিবি ভ্যারিয়েন্ট। এদিকে, ভারতে সদ্য সার্স-সিওভ-২জেনোমিক্স কনসর্টিয়াম(INSACOG)এর তরফে এক সতর্কবার্তায় বলা হয়েছে, এই ভাইরাস হু হু করে ছড়াতে শুরু করে দিয়েছে ভারতে। (PTI)
2/5রিপোর্টে INSACOG জানাচ্ছে, বিএ ২.৭৫ ও বিএ ২.১০ ছড়িয়ে পড়ছে হু হু করে। তবে আগের থেকে তার ছড়ানোর হার কম। তাদের রিপোর্ট এও জানাচ্ছে যে ভারতের উত্তর পূর্ব দিকে, বি এ ২.৭৫ সবচেয়ে বেশি ছড়াচ্ছে। তবে ভারতে দাপট ক্রমাগত ধরে রেখেছে ওমিক্রণ ও তার সাবভ্যারিয়েন্টগুলি। সেক্ষেত্রে ৬৩.২ শতাংশ ক্ষেত্রে এক্সবিবি হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফাইল ছবি: এএফপি (PTI)
3/5ডিসেম্বরের ৫ তারিখের INSACOG এর রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের হার প্রতিদিনের নিরিখে ৫০০ এর কম। দেখা গিয়েছে, দেশে আস্তে আস্তে নামছে বিএ ২.১০ ও ওমিক্রনের সাব লিনিয়েজের সংক্রমণের গতি। তবে দেশজুড়ে সবচেয়ে বেশি দ্রুতহারে বাড়তে শুরু করেছে ওমিক্রনের এক্সবিবি ভ্যারিয়েন্ট। (Alessandro Bremec/LaPresse via AP) (PTI)
4/5INSACOG এর রিপোর্টে দাবি করা হয়েছে , ভারতে বিএ ২.৭৫ এ আক্রান্তের সংখ্যা ৪৬.৫ শতাংশ। আর এক্সবিবি আর তার সংলগ্ন ভ্যারিয়েন্টের শতাংশের বিচারে হার ৩৫.৮ শতাংশ। প্রতিষ্ঠান জানিয়েছে, তারা এক্সবিবি ও এক্সবিবি ওয়ানের নিরিখে গোটা পরিস্থিতি খুব কাছ থেকে নজরে রাখছে।(PTI Photo/Kamal Singh) (PTI)
5/5বিশ্বের বিভিন্ন দেশ কোভিড ঘিরে ত্রাস মাত্রা ছাড়াতেই ভারতের তরফে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। চিন, থাইল্যান্ড, জাপান সমেত বিশ্বের ৬ টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য কোভিড আরটি পিসিআর -এর নেগেটিভ রিপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে হবে। এছাড়াও একাধিক নজরদারি চালাচ্ছে ভারত। (REUTERS) (PTI)