বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী কিয়ারা আডবানি আজ ৩৪ তম জন্মদিন পালন করছেন। সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করে বর্তমানে তিনি সুখী বিবাহিত নারী। ক্যারিয়ারের পাশাপাশি সমানতালে সামলাচ্ছেন নিজের ঘর সংসার। আজ এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে দেখে নিন অভিনেত্রীর দুর্দান্ত কিছু ছবি।
কিয়ারা এমন একজন অভিনেত্রী, যাকে শাড়ি পরলেও যেমন সুন্দর লাগে, হট প্যান্ট পরলেও ঠিক একই রকম সুন্দর লাগে। সোশ্যাল মিডিয়ায় তথা ইনস্টাগ্রামে প্রায় ৩৫ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে এই অভিনেত্রীর। কবির সিং হোক বা শেরশাহ, যে কোনও চরিত্রেই ভীষণ সাবলীল কিয়ারা। আজ অভিনেত্রী জন্মদিনে দেখুন অভিনেত্রীর ৬টি দুর্দান্ত লুক পরস্পর।
২০২৪ কান ফেস্টিভ্যাল: ২০২৪ সালে কান ফেস্টিভালে কিয়ারার লুক রীতিমতো চমকে দিয়েছিল সকলকে। অভিনেত্রী যে গাউনটি পরেছিলেন সেটি পরে তাঁকে লাগছিল অনেকটা জলপরীর মত। গাউনটির নিম্নস্তরে কালো রঙের এবং ঊর্ধ্বস্তর ছিল গোলাপি রঙের। হাতে ছিল কালো রঙের ফুল গ্লাভস। চুল বান করে বাঁধা ছিল, নূন্যতম মেকআপ এবং ডায়মন্ড জুয়েলারিতে অসাধারণ সুন্দরী লাগছিল অভিনেত্রীকে।
আইসি ব্লু কাট আউট ড্রেস: এই নীল রঙের পোশাকে অভিনেত্রীকে দেখতে লাগছিল সাহসী। এই ছবিটি দেখে অনেকেই ডিসনির রাজকুমারী এলসার সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রীকে। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ, ন্যূনতম জুয়েলারি এবং মানানসই হেয়ার স্টাইলে দুর্দান্ত লাগছিল কিয়ারাকে।
ব্ল্যাক বডিকন গাউন: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে কিয়ারা একটি কালো বডিকন পোশাক পরে এসেছিলেন। এই পোশাকে একেবারে অন্যরকম সুন্দরী দেখতে লাগছিল অভিনেত্রীকে। পোশাকটির সঙ্গে মানানসই জুয়েলারি এবং মেকআপে আরও বেশি অসামান্য লাগছিল তাঁকে।
গৌরী আর নৈনিকা ফ্লাওয়ার গাউন: কিয়ারার এই অফ সোল্ডার ফ্লোরাল গাউনটি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। এই ফ্লোরাল গাউনটিতে সবুজ, গোলাপি এবং নীল রঙের মিশ্রণ ছিল। পোশাকের সঙ্গে মানানসই আইশ্যাডো, মাস্কারা এবং মেরুন রংয়ের লিপস্টিক পরেছিলেন তিনি। চুল ছিল খোলা দিগন্তের মতো।
WPL গোলাপি জাম্প স্যুট: WPL ২০২৩ পারফরমেন্সের জন্য অভিনেত্রী পরেছিলেন একটি গোলাপি রঙের জাম্প স্যুট। এই ডিপ নেকলাইন পোশাকটির সঙ্গে তিনি পরেছিলেন একটি গামবুট। এই পোশাকটি একটি পার্টি লুক ক্রিয়েট করেছিল।
রেড স্লিপ গাউন ফিল্মফেয়ার ২০২২: ২০২২ ফিল্মফেয়ার অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন একটি লাল রঙের গাউন। এই গাউনটিতে ছিল ডিপ নেকলাইন, নিম্নাঙ্গের অনেকটাও উন্মুক্ত ছিল। তবে এই পোশাকটিতে কিয়ারাকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল, যার একটাই রহস্য তাঁর হাসি।