প্রচন্ড গরম সমতলে। রাস্তায় বের হওয়া যাচ্ছে না। এই সময় একটু স্বস্তির জন্য এখন অনেকেই যাচ্ছেন দার্জিলিংয়ে। তবে যারা জুন মাসের প্রথম সপ্তাহে দার্জিলিং যেতে চান তাঁরা কিছুটা হতাশ হতে পারেন। কারণ এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৪ জুন অর্থাৎ ভোটগণনার দিন বন্ধ রাখা হবে দার্জিলিংয়ের একাধিক পর্যটনকেন্দ্র। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
এক্ষেত্রে যারা ওই সময় পাহাড়ে বেড়াতে যেতে চান তাঁদের বিষয়টি আগেভাগেই জেনে নেওয়া ভালো। কারণ তাঁরা সেই সময় পাহাড়ে গেলে সমস্যায় পড়ে যেতে পারেন।
সূত্রের খবর দার্জিলিং গভর্নমেন্ট কলেজে ভোট গণনা করা হবে। সেকারণেই পাহাড়ের একাধিক পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত। বাতাসিয়া লুপের গোর্খা ওয়ার মেমোরিয়াল বন্ধ রাখা হচ্ছে। টাইগার হিল বন্ধ রাখা হচ্ছে। এদিকে গভর্নমেন্ট কলেজ থেকে বাতাসিয়া লুপের দূরত্ব প্রায় ৬.২ কিমি। টাইগারহিলের দূরত্ব ২৩.৪ কিমি। সেক্ষেত্রে কেন এইগুলি বন্ধ রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে পুলিশ প্রশাসন অবশ্য় এনিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। কারণ পর্যটকদের সুরক্ষাটা সবার আগে। সেকারণে এই নির্দিষ্ট পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত।
সেক্ষেত্রে যে যে পর্যটনকেন্দ্রগুলি ৪ জুন ভোট গণনার দিন বন্ধ রাখা হবে সেটা জেনে নিন। ওই দিন বাতাসিয়া লুপ, টাইগার হিল, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু জুওলজিকাল পার্ক, দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে সংশ্লিষ্ট জায়গাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সেই সময় পর্যটকরা দার্জিলিংয়ে থাকলেও তাঁরা সেই সময় ওই পর্যটনকেন্দ্রগুলিতে যেতে পারবেন না।
এদিকে সমতলে যখন প্রচন্ড গরম। তখন দলে দলে পর্যটকরা যাচ্ছেন পাহাড়ে। সেই স্বস্তি। গরমের লেশ মাত্র নেই। আরামে কয়েকটা দিন কাটিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন অনেকেই। কিন্তু ভোট গণনার জন্য সেই সময় কয়েকটি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সি্দ্ধান্ত। এদিকে এই ঘোষণার জেরে মহা বিপাকে পড়তে পারেন পর্যটকরা। সেই সঙ্গেই যারা প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেন তাদেরও এবার তারিখ বদলাতে হচ্ছে। কারণ সেই সময় ওই জায়গাগুলি দেখতে না পারলে ক্ষুব্ধ হয়ে যাবেন পর্যটকরা।
অনেকের মতে, টাইগার হিলটা অত্যন্ত খোলা রাখা যেত। কিন্তু টাইগার হিলে যাওয়া নিয়ন্ত্রণ করা হয়েছে এই খবরে মন খারাপ অনেকেরই।