প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মাতৃ দিবস। এই দিন মা কে বিভিন্ন উপহার দেওয়ার মাধ্যমে ছেলেমেয়েরা জানায় তাদের ভালোবাসা। মায়েদের নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগকে স্মরণ করার জন্যই পালন করা হয় মাতৃদিবস।
মাতৃ দিবসের ইতিহাস
১৯০৮ সালের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাতৃ দিবস উদযাপন শুরু হয়। ১৯১৪ সালের মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন আনুষ্ঠানিকভাবে মে মাসে দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন।
কবে পালন করা হবে মাতৃ দিবস
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মাতৃদিবস। এই বছর মে মাসের দ্বিতীয় রবিবার পড়েছে ১২ মে। এই দিনই পালন করা হবে বিশ্ব মাতৃ দিবস।
(আরো পড়ুন: মাদার্স ডে’তে মাকে কী গিফট দেবেন ভাবছেন? রইল কিছু ইউনিক আইডিয়া)
আপনি কীভাবে উদযাপন করবেন
মায়ের প্রতি আপনার ভালোবাসা যে কতটা গভীর, তা প্রকাশ করার মাধ্যমে আপনি পালন করতে পারেন মাতৃদিবস। এই দিন মাকে ফুল, গিফট দেওয়ার পাশাপাশি মাকে নিয়ে কোথাও ঘুরতে যান। মাকে বলুন নিজের ভালোবাসার কথা। একটা দিন মাকে বিশ্রাম দিন সব কাজ থেকে। মায়ের পছন্দের জিনিস কিনে দিন মাকে। রান্না করুন মায়ের পছন্দের খাবার। মোট কথা, এই দিন মাকে করার স্পেশাল ফিল।
মাতৃ দিবস পালন করা হয় কতবার
মে মাসের প্রথম রবিবার মাতৃ দিবস পালন করা হয় এটা সকলেরই জানা। কিন্তু অনেকেই জানেন না, মাদারিং সানডে সম্পর্কে বিস্তারিত। মধ্যযুগে একটি প্রথা তৈরি হয়েছিল, যখন বাড়ি থেকে দূরে থাকা মানুষদের বাড়িতে ফেরার এবং মায়েদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হতো। এই দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয় মাদারিং সানডে।
(আরো পড়ুন:আন্তর্জাতিক মাতৃ দিবসে মাকে জানান ভালোবাসার উষ্ণ শুভেচ্ছা, কী লিখবেন জেনে নিন)
এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা যারা বাড়ি থেকে দূরে থাকেন, তারা বাড়ি ফিরে আসার সুযোগ পান। এই দিন মাকে চকলেট মিষ্টি এবং গিফট দেওয়ার মাধ্যমে পালন করা হয় মাদারিং সানডে। প্রতিবছর যেমন মাতৃ দিবসের তারিখ পাল্টে যায় তেমন মাদারিং সানডে তারিখও পাল্টে যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে দুবার মাতৃ দিবস পালন করা হলেও ভারতবর্ষ বা অন্যান্য দেশে মে মাসে দ্বিতীয় রবিবার অর্থাৎ একদিনই পালন করা হয় হ্যাপি মাদার্স ডে।