শুধু বলিউড নয়, প্রিয়াঙ্কা এখন গ্লোবাল আইকন। তবে অভ... more
শুধু বলিউড নয়, প্রিয়াঙ্কা এখন গ্লোবাল আইকন। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন ঘরোয়া টোটকাতে চোখ বন্ধ করে ভরসা করেন তিনি। দেখে নিন সেগুলি-
1/5প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে কোনওদিন মনে হয়েছে যে কীভাবে এত সুন্দর লাগে সবসময়! ডাস্কি বিউটি পিগি চপস ত্বক চর্চায় বরাবরই পছন্দ করেন মা মধু চোপড়ার নানা টোটকা। লিটল ব্ল্যাক বুকের দ্বিতীয় পর্বে সেইসব সিক্রেট শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী সকলের সঙ্গে। চাইলে আপনিও ফলো করতে পারেন-
2/5দামি দামি মেকআপ রিমুভারের থেকে নারকেল তেল বেশি পছন্দ প্রিয়াঙ্কার। জানিয়েছিলেন বাড়ি ফিরে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে হালকা গরম নারকেল তেল মুখে মেখে রেখে দিতে হবে কয়েক মিনিট। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেই কেল্লা ফতে। সব ময়লা উঠে আসবে। এবং রোমকূপও যেন প্রাণ ফিরে পাবে।
3/5সান ট্যান থেকে বাঁচতেও কিন্তু মায়ের টোটকাই কাজে লাগান তিনি। ২ চামচ আটা, এক চিমটে হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস, ১ চামচ দই, গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে পরিষ্কার মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। এতে যেমন ট্যান দূর হবে তেমনই ত্বকে থাকা ছোট ছোট রোমও দূর হয়ে যাবে।
4/5মায়ের সঙ্গে মিলে লিপ স্ক্রাবের খোঁজও দেন প্রিয়াঙ্কা। জানান গোলাপ জল বা গোলাপ পাঁপড়়ির সঙ্গে কিছু চিনি মিশিয়ে তা দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করতে হবে। এতে যেমন ঠোঁটে জমে থাকা মরা কোষ দূর হবে, তেমন ঠোঁট ফোলাও দেখাবে। এমনকী গোলাপের পাঁপড়ি ব্যবহার করার ফলে কালচেভাবও দূর হবে।
5/5সঙ্গে জানালেন মুখের মতো সারা শরীরের যত্নও নেন। কোনওভাবেই মিস করেন না। স্নানের পর সারা শরীরে তেল মাখতে ভোলেন না। আর এই কারণেই স্টাইলিস্টরা বলে, ‘ইউ আর সো সফট’ (তুমি কত নরম)! (ছবি-ইনস্টাগ্রাম)