Onion home remedies: পেঁয়াজ আমাদের অতিপরিচিত একটি খাবার। অথচ এর অর্ধেক গুণের কথাই জানা নেই আমাদের। জেনে নিন কী কী গুণ রয়েছে পেঁয়াজের।
1/5পেঁয়াজের নাম শুনলেই অনেকে নাক কুঁচকে ওঠেন। স্যালাড ও রান্নায় এই খাবার থাকলেও এর গন্ধের জন্য অনেকেই অপছন্দ করেন পেঁয়াজ। কিন্তু এর গুণের কথা অনেকেই জানেন না। ঘরের নানা কাজে সাহায্য করে এই খাবারটি। (Freepik)
2/5ব্রণ কমায়: ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে পেঁয়াজ। নিয়মিত এর ভিতরের অংশ মুখে ঘষলে ব্রণর সমস্যা থেকে সহজেই রেহাই মেলে। এছাড়াও, ফুসকুড়ি হলে মুখে লাগানো যেতে পারে পেঁয়াজ। (Freepik)
3/5কাঁটা ফুটে গেলে ব্যথা কমিয়ে দেয়: কাঁটা ফুটে ব্যথা করলে তা কমিয়ে দেয় পেঁয়াজ। ফুটে যাওয়া অংশে পেঁয়াজ ধরলে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যেতে পারে। (Freepik)
4/5নাক থেকে রক্ত পড়া কমায়: নাক থেকে রক্ত পড়া কমিয়ে দেয় পেঁয়াজ। কোনও কারণে নাক কেটে রক্ত পড়তে থাকলে নাকের কাছে ধরুন কাটা পেঁয়াজের অংশ। এতে রক্ত পড়া সহজেই বন্ধ হয়ে যাবে। (Freepik)
5/5অনিদ্রার সমস্যা দূর করে: অনিদ্রার সমস্যা দূর করতেও বিশেষ উপকারী পেঁয়াজ। নানারকম টোটকা মেনে চললেও অনেকের রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না। শোওয়ার আগে একটি কাঁটা পেয়াজের গন্ধ বেশ কয়েকবার ভালো করে শুঁকে নিন। ঘুম চট করে চলে আসবে। (Freepik)