এখন চারিদিকে ডিজিটাল যুগ এসে গিয়েছে। এই যুগে সবকিছুর দামই অনলাইনে পেমেন্ট করতে হয়। তবে এর সঙ্গে বিপদও জড়িয়ে রয়েছে। কয়েকটি বিষয় মাথায় না রাখলেই ফাঁদে পড়বেন যেকোনও সময়।
1/5এখন চারিদিকে ডিজিটাল যুগ এসে গিয়েছে। এই যুগে সবকিছুর দামই অনলাইনে পেমেন্ট করতে হয়। তবে এর সঙ্গে বিপদও জড়িয়ে রয়েছে। কয়েকটি বিষয় মাথায় না রাখলেই ফাঁদে পড়বেন যেকোনও সময়। (Freepik)
2/5পিন সুরক্ষিত রাখুন: অনলাইন লেনদেনের পিন সবসময় সুরক্ষিত রাখুন। নিজের জন্মসালের হিসেবে পিন কখনও দেবেন না। কারণ ওটাই সবচেয়ে সহজে আন্দাজ করতে পারে হ্যাকাররা। (Freepik)
3/5কার্ড বুঝেশুনে ব্যবহার করুন: আজকাল সব সাইটেই পেমেন্ট করার জন্য নানা সুবিধা দেওয়া হয়। কার্ড দিয়ে পেমেন্টের অপশনও দেওয়া হয় বিভিন্ন সাইটে। তবে বিশ্বস্ত ও নামী সাইট না হলে কখনই আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন না। কার্ডের তথ্য ওই সাইট মারফত হ্যাকারদের কাছে চলে যেতে পারে। (Freepik)
4/5অ্যাপ লক ব্যবহার করুন: ফোনে থাকা পেমেন্টের অ্যাপগুলিতে সবসময় লক ব্যবহার করুন। এতে আপনার অজান্তে কেউ আপনার ফোনে হাত দিলেও অনলাইন লেনদেন করতে পারবেন না। দরকার হলে স্ক্রিনেও একটি লক দিয়ে রাখুন। (Freepik)
5/5ভুয়ো মেসেজ এড়িয়ে চলুন: ব্যাঙ্কের টাকা কেটে নেওয়া হবে, বিদ্যুৎ বিল কেটে নেওয়া হবে, এসব ভয় দেখানো ভুয়ো মেসেজ সরাসরি এড়িয়ে যান। এর মাধ্যমেই হ্যাকাররা মোবাইলের অনলাইন লেনদেনের তথ্য জেনে নেয়। তারপরেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় বিপুল অঙ্ক। (Freepik)