আগামিকাল ৫ সেপ্টেম্বর। প্রতিবছরের মতো এই বছরও সারা দেশ জুড়ে পালন করা হবে শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মধুর সম্পর্ককে স্মরণ করার দিন। এই দিন সেই গুরুদের সম্মান জানানো দিন, যাদের ঋণ কখনও শোধ করা যাবে না।
প্রতিবছর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কিছু মনের কথা বলে ছাত্র-ছাত্রীরা। আপনি যদি এখনও ঠিক না করে উঠতে পারেন কী বলবেন, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ৫ মিনিটে দেখে নিন শিক্ষক দিবস উপলক্ষে কী বলবেন আপনি।
(আরও পড়ুন: ধূমপান করেন? ফুসফুসের ক্ষতি তো করছেনই, হার্টের কতটা ক্ষতি করছেন জানেন)
নমস্কার, সকল শিক্ষক-শিক্ষিকাকে আমার প্রণাম। আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। একজন অসামান্য শিক্ষক হিসাবে তিনি পরিচিত। প্রতিবছর ওনার জন্মদিনে আমরা পালন করি শিক্ষক দিবস। তাই আজ ওনাকেও জানাই সহস্র প্রণাম।
গুরু শব্দটি একটি সংস্কৃত শব্দ। প্রাচীনকালে মুনি ঋষিদের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতেন সকলে। পরবর্তীকালে স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা। গুরু হলেন সেই পথপ্রদর্শক, যিনি একজন শিশুকে শিক্ষার মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান।
আজ ৫ সেপ্টেম্বর, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। প্রত্যেক শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে যে ব্যক্তিদের অবদান সব থেকে বেশি, তারাই হলেন শিক্ষক শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকা হলেন সেই গুরু, যারা কখনও ছাত্র-ছাত্রীদের মধ্যে ভেদাভেদ করেন না। সবাইকে সমান চোখে দেখেন।
(আরও পড়ুন: মল দিয়ে স্কিন কেয়ার করলেন এক মহিলা! 'থেরাপি দরকার', বললেন নেটিজেন)
একজন শিশু তখনই সঠিকভাবে বেড়ে ওঠে, যখন তাঁকে সঠিক নৈতিকতার পাঠ দেওয়া হয়। প্রতিবছর কয়েক হাজার শিশুকে যারা সঠিক আদর্শ বড় করে তোলেন, তাঁদের ধন্যবাদ জানাতেই হয়তো ভুলে যাই আমরা। তাই এই বিশেষ দিনে আমাদের মনের সমস্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমাদের জীবনের পথপ্রদর্শক আমাদের শিক্ষক শিক্ষিকাদের।