সবে মাত্র ১৮ বছরে পা দিয়েছে, কিংবা দেওয়ার কথা রয়েছে, এখনও সম্পূর্ণ অভিজ্ঞতা নেই, ম্যাচিওর নয়, এমন ছাত্রদের সঙ্গেই বিছানায় থেকেছেন অনলি ফ্যানস-র অ্যাডাল্ট তারকা বনি ব্লু। নিজেই জানিয়েছেন সে কথা। তাঁর প্রত্যেকটি প্রকাশ এমনিতেও জনসমক্ষে বোমা ফাটানোর মত। সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যায়। আর এবার আরও একবার শোরগোল ফেলে দিলেন ব্লু। স্পষ্ট জানিয়েছেন, ১২ ঘণ্টায় ১,০৫৭ জনের সঙ্গে থেকে বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে, তিনি অকপটে এও ব্যাখ্যা করেছেন যে এই দিনের পরে তিনি কেমন অনুভব করেছিলেন।
আরও পড়ুন: (Funny Scammer: 'মাম্মা, হায় মাম্মা'! স্ক্যামারের সঙ্গে ঠাট্টা! দেখে হেসে খুন সকলে)
১২ ঘণ্টায় ১,০৫৭ জনের সঙ্গে থাকার দিনটা কেমন ছিল
এক দিনে ১০০০ জনের বেশি পুরুষের সঙ্গে কাটানো তো চাট্টিখানি ব্যাপার ছিল না! যদিও এ ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি বলেই জানিয়েছেন ব্লু। তিনি ব্যথা অনুভব করছেন কিনা জিজ্ঞাসা হলে ভিডিয়ো ক্লিপে স্পষ্ট বলেন, 'আমার হুইলচেয়ারের প্রয়োজন নেই, যেমন আমি ভালো আছি'। ব্লুয়ের কথায়, 'আমি মনে করি ওইদিনটি বেডরুমে আমার জন্য সত্যিই একটি ব্যস্ত দিন ছিল। আমি মনে করি, এটি প্রথম ৩-৪ ঘণ্টা ঠিক যেভাবে চলেছে ওই একইভাবে যদি সারাদিন চলতে থাকত, তাহলে আমার খুব কষ্ট হতো।'
এদিকে, কয়েক মাস আগেই ব্রিটিশ পর্ন তারকা লিলি ফিলিপ একদিনে ১,০০০ জন পুরুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তখনই তাঁর পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেন। এর পরেই বনি ব্লুয়ের সামনে আসা ভিডিয়োটি চমকে দিয়েছে মানুষকে। সিডনির একজন ডাক্তার, ডাঃ জ্যাক টার্নার, এ প্রসঙ্গে বলেন যে এমনটা করলে শরীরের উপর গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে। মানসিক স্বাস্থ্যের জন্যও এমনটা করা একেবারেই অনুচিত।
এদিকে ব্লুয়ের বাবা-মাও প্রথমে তাঁর কেরিয়ারকে সমর্থন করেননি। এ প্রসঙ্গে ব্লু একবার বলেছিলেন যে তাঁর বাবা-মা প্রথমে তাঁর ক্যারিয়ারকে সাপোর্ট করেননি কারণ তাঁরা পুরনো দিনের মানুষ, কিন্তু এখন তাঁরা সাপোর্ট করেন। ব্লুর ভিডিয়ো পোস্ট করে এমনটাই জানিয়েছেন এক্স ব্যবহারকারী কলিন রাগ।
আরও পড়ুন: (New Study on Carnivores: শিয়াল-বিড়াল না খেয়ে নাকি থাকতেই পারত না আদিম মানুষ! সমীক্ষায় উঠে এল অদ্ভুত তথ্য)
চরম মাত্রায় শারীরিক সম্পর্ক কী প্রভাব ফেলে
তাঁর কর্মকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তাঁর প্রশংসা করেছেন, অন্যরা বলেছেন যে তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিকে 'গ্ল্যামারাইজ' করছেন। এ প্রসঙ্গে ডাঃ টার্নার আবার ব্যাখ্যা করেছেন যে যৌনতা শরীরের জন্য জরুরি, যা বিভিন্ন পেশী, হৃৎপিণ্ড ব্যবহার করে এবং এন্ডোরফিন মুক্ত করে। নিয়ন্ত্রণে থেকে এ পথে এগোলে, এটি একটি ভাল ব্যায়ামের মতো - স্ট্রেস, হার্টের স্বাস্থ্য এবং মানসিক সংযোগে সহায়তা করে। কিন্তু ২৪ ঘণ্টার ম্যারাথনের মত চরম মাত্রায় শারীরিক সম্পর্ক করা হলে, এটি গুরুতর শারীরিক এবং মানসিক প্রভাব ফেলতে পারে।