বাংলা নিউজ > টুকিটাকি > অপেরার সংগীত ও ব্রেকড্যান্সের মেলবন্ধন ঘটালেন পোল্যান্ডের শিল্পী

অপেরার সংগীত ও ব্রেকড্যান্সের মেলবন্ধন ঘটালেন পোল্যান্ডের শিল্পী

পোল্যান্ডের শিল্পী। ছবি ডয়চে ভেলে

বারোক যুগের অপেরার এই বিশেষজ্ঞ ইউরোপ ও আমেরিকার প্রেক্ষাগৃহে নিজের প্রতিভা তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেন৷ এমনকি তরুণ দর্শকদের মধ্যেও অপেরা সংগীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেন তিনি৷

অপেরার সংগীতের সঙ্গে ব্রেকড্যান্সের কোনও সম্পর্ক আছে কি? পোল্যান্ডের এক শিল্পীর এই দুই জগতই পছন্দ৷ তারকা হিসেবে তিনি তরুণ প্রজন্মের মধ্যেও ক্লাসিকাল সংগীত সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলছেন৷ ইয়াকুপ ইয়ুসেফ অর্লিনস্কি অপেরা জগতের উঠতি তারকা৷ পোল্যান্ডের ৩২ বছর বয়সি এই ব্যক্তি নিজের কণ্ঠের অসাধারণ ‘ভোকাল রেঞ্জ' সফলভাবে রপ্ত করেছেন৷

আট বছর বয়সেই তিনি ওয়ারশ শহরে বালকদের এক কয়ারে গাইতে শুরু করেন৷ বড় হলে তিনি যে পেশাদার কাউন্টারটেনর হয়ে উঠবেন, তখন সেই ধারণাই ছিল না৷ স্মৃতিচারণ করতে গিয়ে ইয়াকুপ বলেনস ‘প্রথম দিকে আমি জানতামই না, যে এটাকে ফালসেটো টেকনিক, অর্থাৎ কাউন্টারটেনার ভয়েস বলা হয়৷ আমি শুধু গান গাইতাম, বিভিন্ন সুর অনুশীলন করতাম৷ তখন আমি বোঝাতাম, পরীক্ষা করতাম, গ্রুপের অন্যদের কণ্ঠের সঙ্গে সুর মেলানোর চেষ্টা করতাম৷ পরে আমরা এক কর্মশালায় যোগ দিতে গেলে একজন শিক্ষক আমাকে বললেন, তুমি তাহলে কাউন্টারটেনর৷ প্রথমে মনে হয়েছিল, তিনি আমার মনে আঘাত দিতে চাইছেন৷ সেটা আবার কী! তারপর সব তথ্য পেলাম৷'

কিন্তু ইয়াকুপের একটা হবি বা শখও রয়েছে৷ সেটা হলো ব্রেকড্যান্স৷ এমনকি অপেরার সঙ্গে ট্যুরে বের হলেও তিনি প্রায় প্রতিদিন অনুশীলন করেন৷ কিশোর বয়সে তিনি বন্ধুদের সঙ্গে পথের উপর নাচতেন৷ একই সঙ্গে অপেরার প্রতি ভালোবাসাও টের পাচ্ছিলেন৷ ইয়াকুপ বলেন, ‘আমি সেটা না লুকালেও প্র্যাকটিসে যেতাম না৷ বাকিদের বলতাম, দেখো আমি কাউন্টারটেনর৷ অর্থাৎ সেটা আমার মধ্যে কোথাও একটা ছিল৷ প্রথমদিকে আমার যেন দুটি জীবন ছিল৷ একদিকে অপেরা গায়ক, কাউন্টার টেনর – অন্যদিকে ড্যান্সার, ব্রেকার৷ তারপর দুটি সত্তারই মিলন ঘটল৷'

একই সঙ্গে অপেরা ও ব্রেকডান্সিং-এর প্রতি ভালোবাসার মধ্যে তিনি কোনও দ্বন্দ্ব দেখেন না৷ ইয়াকুপ ইয়ুসেফ অর্লিনস্কির মতে, ‘দুটির মধ্যে পার্থক্য রয়েছে৷ আসলে কিন্তু আবার অনেক মিলও রয়েছে৷ আমি বেশ পরিপূর্ণ বোধ করি৷ কারণ গান গাইতে আমার খুব ভালো লাগে৷ সেটাই আমার দৈনন্দিন জীবনের পেশা৷ কিন্তু নাচ আমার আবেগের জায়গা, নাচতে খুবই ভালোবাসি৷ সংগীত, শরীরের সঞ্চালন, অ্যাক্রোব্যাটিক্স এবং মুক্তির স্বাদ৷ অনেকটা ধ্যানের মতো৷ কিছু মানুষ বসে পড়ে চোখ বন্ধ করতে ভালোবাসেন৷ আর আমাকে নাচতে হয়৷''

বারোক যুগের অপেরার এই বিশেষজ্ঞ ইউরোপ ও আমেরিকার প্রেক্ষাগৃহে নিজের প্রতিভা তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেন৷ এমনকি তরুণ দর্শকদের মধ্যেও অপেরা সংগীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেন তিনি৷ ইয়াকুপ বলেন, ‘‘তরুণ প্রজন্মকে আমাদের কনসার্টে আসতে দেখে সত্যি খুব ভালো লাগে৷ কারণ সেটা সত্যি আনন্দের জায়গা৷ তাছাড়া এনার্জি ও পরিবেশ একেবারে আলাদা৷ বলবো না আরও ভালো, তবে ভিন্ন ধরনের৷''

এখনো পর্যন্ত অর্লিনস্কির সবচেয়ে বড় সাফল্য এসেছে শর্টস আর স্নিকার পরে৷ ২০১৭ সালে ফ্রান্সের দক্ষিণে এক্সঁ প্রোভঁসে এক সংগীত উৎসবে তাঁর পারফর্মেন্সের ভিডিয়ো ইন্টারনেটে এক কোটিরও বেশি ভিউ পেয়েছে৷ ইয়াকুপ বলেন, ‘আমার মতে, সেটা একটা স্তরে ক্লাসিকাল জগতের আড়ষ্টতা ভেঙেছে৷ কারণ আমরা সুন্দর এক প্রাঙ্গণে ছিলাম৷ বাইরের তাপমাত্রা ৩৫ ডিগ্রির মতো ছিল৷ সবাই গরমে কাহিল হয়ে পড়ছিল৷ ফ্রান্সের দক্ষিণে যেমনটা হয়, আমরা সবাই হালকা সুন্দর পোশাক পরে ছিলাম৷'

২০২৩ সালের প্রথম দিকে ব্যস্ত এই অপেরা তারকা আমেরিকা, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও জার্মানিতে সংগীত পরিবেশন করছেন৷ তবে তা সত্ত্বেও ব্রেক ডান্সিং-এর জন্যও কিছু সময় পাবেন বলে তিনি নিশ্চিত৷

টুকিটাকি খবর

Latest News

গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত আপনারও অ্যানিমিয়া নেই তো! ৪ রকম ভাবে এই রোগ বিপাকে ফেলতে পারে হার্টকেও World Malaria Day 2024: সাবধান, ম্যালেরিয়া হতে পারে যে কোনও সময়ে! কীভাবে বাঁচবেন হীরামান্ডির স্ক্রিনিংয়ে উড়ল সুজানের মিনি স্কার্ট, Oops মোমেন্টের ভিডিয়ো ভাইরাল T20I rankings-এ ভালো পারফরম্যান্সের সুফল পেলেন শাহিন আর চ্যাপম্যান,পতন হল বাবরের সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল JEE Main-এ ১০০ পেল ৫৬ জন! নেই বাংলার কেউ, IIT প্রবেশিকায় কাট-অফ ৫ বছরে সর্বোচ্চ IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের

Latest IPL News

গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.