বাংলা নিউজ > টুকিটাকি > Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ
পরবর্তী খবর

Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ

সোমবার বকরি ইদ তথা কোরবানির ইদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

মতামত: ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

নিজের একটি অভিজ্ঞতা দিয়ে শুরু করি৷ ২০০৬ সালে কোরবানির ইদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকতে হয়েছিল৷ প্রিয়জনদের ছাড়া সেটাই প্রথম ইদ৷ ইদের দিন সকালে মন বেশ খারাপ৷

তাই দুপুরের দিকে ঘুরতে বের হয়ে ভাবছিলাম বাংলাদেশের মতো যত্রতত্র পশু জবাই হবে আর বর্জ্য ফেলে রাখা হবে৷ কয়েকটি এলাকা ঘুরে কোথাও গরু জবাইয়ের চিহ্ন এমনকী নাকে কোন দুর্গন্ধও পেলাম না৷ পরে জেনেছি, সেদেশে নির্দিষ্ট স্থানের বাইরে পশু জবাই দেওয়া হয় না৷ বর্জ্য ব্যবস্থাপনাও এমনভাবে করে যেন পরিবেশ দূষণ না হয়৷ অবাক হয়েছিলাম বাংলাদেশের বাস্তবতা ভেবে৷

ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

ছোটবেলায় গ্রামে এরপর ঢাকা শহরে দেখেছি অপরিকল্পিতভাবে যত্রতত্র গরু ও ছাগল জবাই করে কত দ্রুত মাংস ঘরে নেওয়া যায়, তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতেন সবাই৷ এর উদ্দেশ্য কোরবানির মাংস রান্না করে তা উপভোগ করা৷ এসব কোরবানির ভালো, আনন্দের দিক৷ তবে এর অন্যদিকটি নোংরা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর৷

সে সময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া হত না৷ পশুর মল-মূত্র ও রক্ত বাড়ির সামনে, আশেপাশে, রাস্তাঘাট ও নর্দমায় ফেলা দেওয়া হত, যা পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে স্বাস্থ্যহানির কারণ ছিল৷ বর্জ্য পচে এমন দুর্গন্ধ ছড়াত, যা সহ্য করা কঠিন ছিল৷

অবশ্য ইদানীং মানুষের মাঝে সচেতনতা বেড়েছে৷ পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রশাসনের দিক থেকেও অনেক ধরনের উদ্যোগ নিতে দেখা যায়৷

আগের মত গ্রামে যত্রতত্র পশু জবাই না করে ফাঁকা একটি জায়গায় করা হয়৷ কোরবানির পর বর্জ্যসমূহ গর্তে পুঁতে ফেলার উদ্যোগ গ্রহঁ করে৷ কিন্তু পশু জবাইয়ের স্থান ভালোমত পরিষ্কার করা হয় না৷ ফলে রক্ত ও কিছু বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ঘটায়৷

অন্যদিকে, ঢাকা পরিস্থিতিও উন্নতি হয়েছে৷ পর্যাপ্ত না হলেও কয়েক বছর পূর্বে দুই সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় কোরবানি স্থান নির্ধারণ করে দেয় এবং জনসাধারণকে সেখানে কোরবানি করতে উৎসাহিত করা হয়৷ কোরবানির বর্জ্য দ্রুত সংগ্রহ ও অপসারণের জন্যেও সিটি কর্পোরেশনের কর্মীদল মোতায়েন থাকে৷ তাঁরা কোরবানির পরে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়৷ নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যায়৷ বড় শহরগুলোর চিত্র অনেকটা সেরকমই৷

তবে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের যে উদ্যোগ দুই সিটি কর্পোরেশন নিয়েছিল, তা ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে মানুষের স্বদিচ্ছার অভাবে৷ প্রথম দিকে কিছু মানুষ সেখানে পশু জবাই দিলেও তা আর ধরে রাখেনি৷ বিভিন্ন অজুহাত যেমন নির্ধারিত স্থান বাড়ি থেকে দূরে, সেখানে পর্যাপ্ত জলের অভাব ইত্যাদি কারণে মানুষ নিজ-নিজ বাসাবাড়ির ভেতরে বা বাইরে জবাই দিয়ে থাকেন৷

এভাবে নির্ধারিত স্থানের বাইরে যেখানে সেখানে কোরবানি দেয়ার ফলে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে৷ অন্যদিকে, বিশাল জনগোষ্ঠীর তুলনায় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কম হওয়ায় সময়মত বর্জ্য অপসারণ সম্ভব হয় না৷ আবার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও রয়েছে, যার ফলে কার্যকরভাবে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা সম্ভব হয় না৷

মোট কথা, ঢাকার কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার অঙ্কটা অনেকটা দু'ধাপ এগিয়ে একধাপ পিছিয়ে পড়ার মতো৷ আগের চেয়ে অবস্থা ভালো হলেও বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় দিনভর কোরবানি দেওয়ার কারণে বর্জ্য পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না৷ রাস্তাঘাটে এবং নর্দমায় পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য জমা হয়ে দুর্গন্ধ এবং মশার উৎপত্তি ঘটায়৷

জানা যায়, মালয়েশিয়ায় কোরবানির ইদ এখন আরও সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়, যেখানে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং কমিউনিটি সংগঠনগুলো সক্রিয় ভূমিকা পালন করে৷ যত্রতত্র কোরবানি না হয়ে নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে স্বাস্থ্যকর পরিবেশে কোরবানি করা হয়৷ পশু জবাইয়ের জন্য থাকে নির্দিষ্ট সময়সূচি ও নির্দেশিকা৷ কোরবানির স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়৷ কোরবানির পরপরই নির্দিষ্ট স্থানগুলোতে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়৷

আমাদের দেশেও তেমনটা সম্ভব৷ এজন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে, বর্জ্য ব্যবস্থাপনায় মনযোগী হতে হবে৷ আর তাহলেই ঢাকা-সহ পুরো বাংলাদেশে দুর্গন্ধ ও দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে কোরবানির ইদ উদযাপন করা সম্ভব হবে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

 

Latest News

বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়সরা, কবে যোগ দেবেন IPL 2025-এ? মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার জিৎ-শুভশ্রীর, দেখুন ফিল্মফেয়ার বাংলার তালিকা… ভারতীয় মুসলিমদের বাংলাদেশে নিতে চায় 'তৌহিদি জনতা', হুঁশিয়ারি লং মার্চের ‘মাসে দু'বার…’, সানিয়াকে ডিভোর্স, করেন ৩য় বিয়ে, ছেলের সঙ্গে কথা হয়? জবাব শোয়েবের গাঁদা ফুল থেকে তৈরি করুন এই অত্যন্ত পুষ্টিকর চা, উপকারিতা অলৌকিক পডকাস্টে পাকিস্তানের আসল রূপ তুলে ধরেন মোদী, শুনেই 'ন্যাকা কান্না' ইসলামাবাদের আয়রন, ভিটামিন সাপ্লিমেন্ট কতটা উপকারী? ভেঙে ফেলুন ভুল ধারণা, বিশেষজ্ঞ যা বললেন দুশ্চিন্তা দূর করে KKR শিবিরে ঢুকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দুই সুপারস্টার বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ তুলসির, ঘুম উড়ল ইউনুসের, ঢাকা বলল... Bangla entertainment news live March 18, 2025 : Filmfare West Bengal: মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন জিৎ-শুভশ্রী, আর কে কী পেলেন? দেখুন ফিল্মফেয়ার বাংলার তালিকা

IPL 2025 News in Bangla

বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়সরা, কবে যোগ দেবেন IPL 2025-এ? দুশ্চিন্তা দূর করে KKR শিবিরে ঢুকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দুই সুপারস্টার ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.