Optical Illusion: চোখের সামনেই রয়েছে পাখিটা। অথচ টের পাওয়াই যাচ্ছে না। এমন আজব ছবিও হতে পারে? ধরিয়ে দিলে কিন্তু বিষয়টি খুব সোজা।
1/6রোজ বহু ধাঁধাই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায়। তার কিছু খুব কঠিন, কয়েকটি আবার বেশ সহজ। তবে এখানে যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি সে অর্থে কোনও ধাঁধাই নয়। সে একটি ছবি। মানে, ফটোগ্রাফ। কিন্তু সেটিই অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছে।
2/6এই ছবিটি হালে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ যিনি ছবিটি তুলেছেন, তিনি দাবি করেছেন, এখানে চোখের সামনেই রয়েছে একটি পাখি। কিন্তু সেটিকে টেরই পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে অনেকেই খুঁটিয়ে দেখেছেন ছবিটি। কিন্তু পাখি তাঁদের অনেকেরই চোখে পড়েনি।
3/6সকলের পর্যবেক্ষণ ক্ষমতা সমান হয় না। আর সেই কারণেই অপটিক্যাল ইলিউশন হয়ে ওঠে মজার। কেউ কেউ খুব সহজেই কোনও অপটিক্যাল ইলিউশনের সমাধান করে ফেলেন। কারও আবার লেগে যায় অনেকটা সময়। এক্ষেত্রেও বিষয়টি কিছুটা তাই হয়েছে।
4/6সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি যিনি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন, এটি অত্যন্ত সহজ একটি ধাঁধা। যাঁদের পর্যবেক্ষণ মোটামুটি ভালো, তাঁরা ৫ সেকেন্ডের মধ্যেই এই ধাঁধাটির সমাধান করতে পারবেন। যাঁদের খুব ভালো নয়, তাঁরাও ১২ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন।
5/6আপনি কি দেখতে পেলেন পাখিটিকে? আপনি কি পারলেন ধাঁধার সমাধান করতে? যদি না পেয়ে থাকেন, তাহলে আমরা খুঁজে দিচ্ছি আপনার জন্য দেখে নিন তো, খুব কঠিন ছিল কি না।
6/6এই হল সেই পাখি। এবার আপনার বন্ধুদের পাঠিয়ে দিন এই ধাঁধার লিংক। দেখুন, তাঁদের মধ্যে কে কত ক্ষণে পারেন এই ধাঁধার সমাধান করতে।