বাংলা নিউজ > টুকিটাকি > Viral Optical Illusion of Hidden rabbit: অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে খরগোশটিকে দেখতে পেলেন? সময় ১৫ সেকেন্ড

Viral Optical Illusion of Hidden rabbit: অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে খরগোশটিকে দেখতে পেলেন? সময় ১৫ সেকেন্ড

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে এই ছবিটি। অ্যানিমেশনের সাহায্যে তৈরি হওয়া ছবিটিতে রয়েছে খুব সহজ একটি চ্যালেঞ্জ। বলা হচ্ছে, এই ছবি থেকে খুঁজে বের করে ফেলতে হবে একটি ছোট্ট প্রাণীকে। তবে সেটি কুকুর নয়, প্রজাপতিও নয়, পাখি কিম্বা শেয়ালও নয়। ছবিতে দু'জন মানুষ ছাড়াও আরও একটি প্রাণী রয়েছে। আর তাকেই খুঁজতে হবে।

অন্য গ্যালারিগুলি