সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে এই ছবিটি। অ্যানিমেশনের সাহায্যে তৈরি হওয়া ছবিটিতে রয়েছে খুব সহজ একটি চ্যালেঞ্জ। বলা হচ্ছে, এই ছবি থেকে খুঁজে বের করে ফেলতে হবে একটি ছোট্ট প্রাণীকে। তবে সেটি কুকুর নয়, প্রজাপতিও নয়, পাখি কিম্বা শেয়ালও নয়। ছবিতে দু'জন মানুষ ছাড়াও আরও একটি প্রাণী রয়েছে। আর তাকেই খুঁজতে হবে।
1/4অপটিক্যাল ইলিউশনের মজাদার পাকদণ্ডী চ্যালেঞ্জের সমাধান করতে অনেকেই পছন্দ করেন! বিভিন্ন ব্রেন টিজার সদ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আর তারা মস্তিষ্কের গতিপ্রকৃতিকে বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রসঙ্গত, ব্যস্ত জীবনের ফাঁকে এমন মজাদার চ্যালেঞ্জ নিতে অনেকেই পছন্দ করেন। তেমনই এক চ্যালেঞ্জিং অপটিক্যাল ইলিউশন সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
2/4সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে এই ছবিটি। অ্যানিমেশনের সাহায্যে তৈরি হওয়া ছবিটিতে রয়েছে খুব সহজ একটি চ্যালেঞ্জ। বলা হচ্ছে, এই ছবি থেকে খুঁজে বের করে ফেলতে হবে একটি ছোট্ট প্রাণীকে। তবে সেটি কুকুর নয়, প্রজাপতিও নয়, পাখি কিম্বা শেয়ালও নয়। ছবিতে দু'জন মানুষ ছাড়াও আরও একটি প্রাণী রয়েছে। আর তাকেই খুঁজতে হবে।
3/4সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্টটি। এক নেটিজেন এই পোস্ট শেয়ার করে চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলছে, ছবিতে থেকে যাওয়া খরগোশটিকে খুঁজে বের করতে হবে ১৫ সেকেন্ডে। তিনি এও বলছেন, যাঁদের পর্যবেক্ষণ শক্তি খুব প্রখর, তাঁরাই একমাত্র এই চ্যালেঞ্জের সমাধান করে ফেলতে পারবেন খুব সহজে।
4/4এই সেই খরগোশ! যাঁকে নিয়ে এত্ত আলোচনা! এই খরগোশকে খুব চট করে ধরে ফেলতে পারাই কঠিন! কারণ তার গায়ের রঙের সঙ্গে মিশে গিয়েছে কাঠের গুঁড়ির রঙ। তাই তাকে সহজে দেখা যাচ্ছে না। এই খরগোশকে খুঁজে বের করতে আপনার কত সেকেন্ডে সময় লাগল?