Optical Illusion: অপটিক্যাল ইল্যুশন মূলত, মস্তিষ্ক... more
Optical Illusion: অপটিক্যাল ইল্যুশন মূলত, মস্তিষ্কের তীক্ষ্ণতাকে নির্দেশ করে। চোখের ধাঁধায় কতটা সহজে একটি জটিলতাকে সমাধান করা যায়, তা নিয়েই মূলত এই অপটিক্যাল ইল্যুশনের মজা। তবে এই মজা পেতে গেলে রয়েছে আরও এতটি শর্ত। তা হল কতটা কম সময়ে সমস্যার সমাধান করা যাচ্ছে তা নিয়ে প্রতিযোগিতা।
1/4সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে নানান ধরনের অপটিক্যাল ইল্যুশন ভাইরাল হতে থাকে। তার জবাব কত কম সময়ের মধ্যে দেওয়া যায় তা নিয়ে বহু সময়ই প্রতিযোগিতা চলতে থাকে। এমনই এক প্রতিযোগিতা শুরু হয়েছে একটি কালো রঙের হার্ট শেপের অপটিক্যাল ইল্যুশনকে নিয়ে। ছবি সৌজন্য Pixabay
2/4অপটিক্যাল ইল্যুশন মূলত, মস্তিষ্কের তীক্ষ্ণতাকে নির্দেশ করে। চোখের ধাঁধায় কতটা সহজে একটি জটিলতাকে সমাধান করা যায়, তা নিয়েই মূলত এই অপটিক্যাল ইল্যুশনের মজা। তবে এই মজা পেতে গেলে রয়েছে আরও এতটি শর্ত। তা হল কতটা কম সময়ে সমস্যার সমাধান করা যাচ্ছে তা নিয়ে প্রতিযোগিতা।
3/4সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি হার্ট শেপকে কেন্দ্র করে ছবি ভাইরাল হয়েছে। সেখানে মূল চ্যালেঞ্জ হল, স্থির অবস্থায় বসে দেখতে হবে যে এই হার্ট শেপ বড় হয়ে যাচ্ছে নাকি ছোট হচ্ছে? চোখের দৃষ্টি ওই হার্টশেপের দিকে স্থির রেখে এই ধাঁধার জবাব দিতে হবে। (Best Illusion of the Year Contest)
4/4এই অপটিক্যাল ইল্যুশন মূলত অটো কাইনেটিক ইল্যুসন। এতে একটি জায়গায় স্থির থেকে দেখা যায়, হার্টের শেপ বড় হচ্ছে কি না। এই ধরনের অপটিক্যাল ইল্যুশনে খু ছোট একটা বিন্দুকে মনে হয় যেন চলন্ত। যদিও তা বাস্তবিকভাবে স্থির। আর এই ইল্যুশনটিও সেরকমই।