এই হাসিখুশি মুখে ভরা ছবিতে রয়েছে অনেকগুলি ছোট ছোট চরিত্র। তাদের সকলের হাতেই রয়েছে গ্লাস। এবার চ্যালেঞ্জ হল এই ছবিগুলিতে থাকা চরিত্রগুলির হাতে কার গ্লাসে জল নেই, সেটি দেখে নিতে হবে। খালিগ্লাস খুঁজে বের করাই চ্যালেঞ্জ আসল।
1/4অপটিক্যাল ইলিউশন এমনই একটি জিনিস, যা চোখে দেখেও দৃষ্টির ধাঁধায় দেখতে পাওয়া যায় না। এমন এক চ্যালেঞ্জে নিজেকে ফেলে দিয়ে আনমনে বহু কঠিন চ্যালেঞ্জ সহজে সমাধান করার মজাই আলাদা। আসে বাড়তি তৃপ্তি। এক নতুুন অপটিক্যাল ইলিউশনে একটি নয় খুঁজে বের করার চ্যালেঞ্জ এসেছে একাধিক গ্লাসকে।
2/4এই হাসিখুশি মুখে ভরা ছবিতে রয়েছে অনেকগুলি ছোট ছোট চরিত্র। তাদের সকলের হাতেই রয়েছে গ্লাস। এবার চ্যালেঞ্জ হল এই ছবিগুলিতে থাকা চরিত্রগুলির হাতে কার গ্লাসে জল নেই, সেটি দেখে নিতে হবে। খালিগ্লাস খুঁজে বের করাই চ্যালেঞ্জ আসল।
3/4এই ছবির ইনস্টাগ্রাম পোস্ট এসেছে ‘দ্য ডুডল্ফ’ এর তরফে। বহু নেটিজেনই সেখানে নিজের বক্তব্য রেখেছেন। অনেকেই এই কঠিন অপটিক্যাল ইলিউশন সমাধানের চেষ্টা করেছেন। তবে একটি নয়, বরং একাধিক খালি গ্লাস খুঁজে বেপ করার চ্যালেঞ্জ কিছু কম ঝক্কির নয়।
4/4শেষমেশ উঠে এসেছে এই অপটিক্য়াল ইলিউশনের সমাধান। দেখা যাচ্ছে, তিনটি এমন গ্লাস রয়েছে এই ছবিতে, যা বাকিগুলির থেকে আলাদা। এরপর গ্লাসের রঙ নীল। এতে বোঝাই যাচ্ছে যে, গ্লাসগুলি ফাঁকা। ১০ সেকেন্ডের মধ্যে এই অপটিক্যাল ইলিউশনের সমাধান করে অনেকেই চ্যালেঞ্জ ছু়ড়ছেন বন্ধুদের। আপনার এই ধাঁধা সমাধানে কতক্ষণ সময় লাগবে?