Optical Illusion Test: অপটিকাল ইলিউশন একদিকে যেমন চোখের পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করে, তেমনই অন্যদিকে এটি ব্যক্তিত্ব পরীক্ষার কাজেও লাগে। নেট দুনিয়ায় ভাইরাল অপটিকাল ইলিউশন সাধারণত দুই ধরনের হয়। এর মধ্যে একটি ধরন হল শুধু চোখের পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করার জন্য। অন্য ধরনটি হল, একজনের ব্যক্তিত্ব কেমন তা পরীক্ষা করার জন্য। যদি পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করার জন্য অপটিকাল ইলিউশনটি দেওয়া হয়, তবে তার মধ্যে থেকে কোনও একটি বিশেষ জিনিস খুঁজে বার করতে বলা হয়। কিন্তু যদি ব্যক্তিত্ব পরীক্ষা করা হয়, তাহলে প্রথমে কোন জিনিসটি চোখে পড়ছে তা দেখা হয়।
ব্যক্তিত্ব পরীক্ষার কৌশল
উপরের ছবিটিতে দ্বিতীয় পরীক্ষাটি করা হচ্ছে। কোন জিনিসটি আগে চোখে পড়ছে, সেটির উপর নির্ভর করছে একজনের ব্যক্তিত্ব কেমন। উপরের ছবিতে একই সঙ্গে দেখা যাচ্ছে দুটি পাখি ও একটি মানুষের মুখ। কিন্তু কে প্রথমে দেখছে, তার উপর নির্ভর করছে একজনের ব্যক্তিত্ব কেমন।
আরও পড়ুন - প্রথমবার তাকিয়েই গাছ দেখলেন না নারীর মুখ? আপনার ভাবনাচিন্তার ধরন বলে দেবে ছবিটি
যদি প্রথমে মুখটি দেখতে পান
যদি এঅজন প্রথমে পাখির বদলে মুখটি দেখতে পান, তাহলে তিনি খুব অল্প মানুষকেই ভরসা করেন। বেশিরভাগ সময়ে নিজের মতো নিজে থাকতেই ভালোবাসেন তিনি। এছাড়াও কোনও তর্কবিতর্কে জড়িয়ে পড়া পছন্দ করেন না। এসবে জড়ানোর বদলে মানসিক শান্তি বেশি পছন্দ করেন। একই সঙ্গে তিনি নরম মনের মানুষ। অন্যের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে তাকিয়ে প্রথমে মুখ দেখলেন না ঘোড়া? উত্তরটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
যদি প্রথমে পাখি দুটি দেখতে পান
যদি একজন প্রথমে পাখি দুটি দেখতে পান, তার অর্থ তিনি কিছুটা এক্সট্রোভার্ট। তিনি মানুষের সঙ্গে কথা বলা পছন্দ করেন সহজেই অনেককে বিশ্বাস করে ফেলেন। আবার ঠকেও যান। কিন্তু একইসঙ্গে মানুষ চেনার অভিজ্ঞতাও তার বেশি হয়।
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।