Optical Illusion Test: এবারের চোখের ধাঁধা একটু অন্যরকম। কারণ এর উত্তর খুঁজে বার করতে হবে। এমনিতে অপটিকাল ইলিউশনের উত্তর চোখের পর্যবেক্ষণ ক্ষমতার উপর নির্ভর করে। যার পর্যবেক্ষণ ক্ষমতা যত বেশি, তার উত্তর খুঁজে বার করার ক্ষমতাও তত বেশি। তবে এই অপটিকাল ইলিউশনে শুধু পর্যবেক্ষণ করলেই হবে না। তার সঙ্গে ভাবতে হবে একটু। কারণ যুক্তি দিয়ে উত্তর দিতে হবে উপরের প্রশ্নটির। প্রশ্নটি হল, কোন পরিবার বেশি দরিদ্র।
ছবিতে যা দেখা যাচ্ছে
ছবিতে দেখা যাচ্ছে দুটি পরিবার রয়েছে। একটি পরিবার বাড়িতেই নিজস্ব বাগান রয়েছে। অন্য পরিবারটি সুপারমার্কেটে গিয়েছে বাজার করতে। প্রথম পরিবার তাদের বাড়ির বাগানে যা চাষ করছে, দ্বিতীয় পরিবার সেই জিনিসটি কিনতে গিয়েছে দোকানে। আর তার দামও নেহাত কম নয়। পাঁচ ডলার।
আরও পড়ুন — প্রথমবার তাকিয়েই গাছ দেখলেন না নারীর মুখ? আপনার ভাবনাচিন্তার ধরন বলে দেবে ছবিটি
সময় কিন্তু কম
উত্তর দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময় বেঁধে দেওয়া হয়েছে ৫ সেকেন্ডে। ৫ সেকেন্ডের মধ্যে বলতে হবে কোন পরিবারটি দরিদ্র। এর মধ্যেই আপনাকে ভাবতে হবে ও উত্তর খুঁজে বার করতে হবে।
কেন ৫ সেকেন্ডের মধ্যেই উত্তর?
৫ সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে কেন? নেট দুনিয়ায় ভাইরাল এই অপটিকাল ইলিউশনের দাবি, ৫ সেকেন্ডের মধ্যে যিনি বলতে পারবেন, তার মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা অনেকটাই বেশি। সাধারণত ১ শতাংশ মানুষের এই বুদ্ধিমত্তা থাকে। উত্তরদাতা সেই তালিকায় পড়ছেন কি না তা বুঝতেই এই ৫ সেকেন্ডের সময় বেঁধে দেওয়া।
আরও পড়ুন — Optical Illusion: বাঘ না হাতি, ছবিতে তাকিয়েই কোনটা আগে দেখলেন? প্রাণীই বলে দেবে আপনার মনের ধরন
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।
জেনে নেওয়া যাক উত্তর
অপটিকাল ইলিউশনটির সঠিক উত্তর দ্বিতীয় পরিবার। প্রথম পরিবারটি তার খাদ্য বাগানে উৎপাদন করে নিচ্ছে। কিন্তু দ্বিতীয় পরিবারটিকে সেই খাবার বাজার থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ তাকে টাকা উপার্জনের জন্য বেশি পরিশ্রম করতে হয়। অথবা সমান পরিমাণ আয় হলেও তার খরচ বেশি হয় প্রথম পরিবারের তুলনায় তাই দ্বিতীয় পরিবারটিই বেশি দরিদ্র।