Optical Illusion Test: সাদা কালো ডোরা কাটা দাগ। তার মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে একটি প্রাণী। সম্প্রতি একটি অপটিকাল ইলিউশন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হাতে মাত্র ৫ সেকেন্ড সময়। এর মধ্যেই খুঁজে দিতে হবে প্রাণীটিকে। কী প্রাণী? সেটাও না হয় বলে দেওয়া যাক। একটি ব্যাঙ লুকিয়ে রয়েছে ছবির মধ্যে। কিন্তু সেটি ঠিক কোন দিকে লুকিয়ে রয়েছে তা কি দেখতে পেলেন? ডানদিক না বামদিক, কোন দিকে মুখ করে রয়েছে বলতে পারবেন? সেটা খোঁজার জন্যই না হয় ৫ সেকেন্ড সময় নিন। খুঁজে ফেলুন তার মধ্যে।
আরও পড়ুন - তোতার ভিড়েই লুকিয়ে আছে টকটকে গোলাপখাস! খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।
আরও পড়ুন - একটিমাত্র চাবি, ৪টের মধ্যে কোন তালাটা খুলবে? ৫ সেকেন্ডে বলতে পারলেই জিনিয়াস
দেখে নেওয়া যাক উত্তর
নিচে রইল ছবিটি। এই ছবির মধ্যেই দেখা যাচ্ছে ব্যাঙটিকে। ব্যাঙটির মুখ বামদিকে ঘোরানো। যারা যারা পাঁচ সেকেন্ডের মধ্যে ছবিটি দেখতে পেলেন তাদের চোখের দৃষ্টিশক্তি ভীষণ ভালো। কিন্তু যারা পেলেন না, হতেও পারে তারা চোখের কোনও সমস্যায় ভুগছেন। এছাড়াও, এটি পর্যবেক্ষণ ক্ষমতা কতটা তাও বলে দেয়। যারা ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়েছেন উত্তর, তারা আদতেই জিনিয়াস।
