Optical Illusion Test: অপটিকাল ইলিউশন বা চোখের ধাঁধার এক নতুন চ্যালেঞ্জ ফের চলে এল নেট দুনিয়ায়। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে এই ছবিটি। ছবিটিতে একদিকে দেখা যাচ্ছে, একটি নারীর মুখ, আবার অন্যদিকে দেখা যাচ্ছে, দুটি গাছের ডালপালা পরস্পর পরস্পরকে জড়িয়ে রয়েছে। কিন্তু এখানের ধাঁধা সমাধান অন্য রকম। প্রথমবারে কে কোনটি দেখছে তার উপর নির্ভর করছে একজনের মানসিকতার একটি বিশেষ দিক।
কী দেখা যাচ্ছে ওই ছবিতে?
একটি নারীর মুখ রয়েছে উপরের ছবিতে। কিন্তু মুখটি তৈরি হয়েছে দুটি গাছের শাখাপ্রশাখার সমন্বয়ে। ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিয়োটির দাবি যিনি প্রথমে নারীর মুখ দেখতে পাচ্ছেন তাঁর মানসিকতা একরকম। যিনি প্রথমে গাছ দুটিকে দেখতে পাচ্ছেন, তার মানসিকতা অন্যরকম।
যিনি প্রথমে নারীর মুখ দেখলেন
যিনি প্রথমে নারীর মুখ দেখলেন উপরের ছবিতে তিনি কিছুটা ইনট্রোভার্ট ধরনের মানুষ। অর্থাৎ সবার সঙ্গে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। নিজের মতো নিজে থাকতে ভালোবাসেন।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে তাকিয়ে প্রথমে মুখ দেখলেন না ঘোড়া? উত্তরটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
যিনি প্রথমে গাছ দুটিকে দেখলেন
যিনি প্রথমে গাছ দুটিকে দেখতে পেলেন, তিনি এক্সট্রোভার্ট। অর্থাৎ তিনি মানুষজনের সঙ্গে মিশতে পছন্দ করেন। কথা বলতে ভালোবাসেন। পাশাপাশি তার মনের কথা সঠিক লোকের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।
আরও পড়ুন - Optical Illusion: বাঘ না হাতি, ছবিতে তাকিয়েই কোনটা আগে দেখলেন? প্রাণীই বলে দেবে আপনার মনের ধরন
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।