বাংলা নিউজ > টুকিটাকি > Oreo Dessert Recipe: ৩ উপকরণে তৈরি হয়ে যাবে ওরিও মুজ, তৈরিও হবে চটজলদি

Oreo Dessert Recipe: ৩ উপকরণে তৈরি হয়ে যাবে ওরিও মুজ, তৈরিও হবে চটজলদি

 ওরিও মুজে কীভাবে বানাবেন।  (thecookingfoodie.com)

গরমে ঠান্ডা ঠান্ডা ওরিও মুজ হলে কিন্তু জমে যাবে। খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন। 

ডেজার্ট খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর সেই ডেজার্ট যদি ওরিও দিয়ে তৈরি হয়, তাহলে তো কথাই নেই! মাত্র তিনটি উপকরণের সাহায্যে বানিয়ে ফেলা সম্ভব এই ওরিও মুজ। আর সেটাও খুব চটজলদি। বাড়িতে অতিথি এলেও আপনি চমকে দিতে পারেন কুকিং স্কিল দিয়ে। দেখে নিন কীভাবে বানাবেন। 

ওরিও মুজের রেসিপি--

উপকরণ: 

ওরিও বিস্কুট (১০টি)

হেভি ক্রিম (১ কাপ- ২৪০ মিলি)

গুঁড়ো চিনি (১/৩ কাপ- ৪০ গ্রাম)

পদ্ধতি: 

১. মিক্সিতে ওরিও বিস্কুট দিয়ে তা গুঁড়ো করে নিন। চাইলে জিপ লক প্যাকেটে বিস্কুট ভরে, মুখ আটকে তা বেলনি দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। 

২. এবার একটা বড় বাটিতে হেভি ক্রিম আর চিনি দিয়ে নেড়ে নিন যতক্ষণ না তা ঘন হয়ে যাচ্ছে। বাটি উলটে যদি দেখেন মিশ্রণটি পড়ে যাচ্ছে না তাহলে বুঝবেন তা তৈরি হয়ে গিয়েছে। 

৩. এবার এটার সাথে ওরিও বিস্কুট মিশিয়ে নিন। 

৪. পাইপিং ব্যাগে ভরে তা সার্ভিং বোল বা গ্লাসে ঢেলে দিন। 

৫. ফ্রিজে রাখুন কমপত্রক্ষে ঘণ্টাচার। 

৬. উপরে ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

এই গরমের বিকেলে এরকম একটা ঠান্ডা ডেজার্ট পেলে 

বন্ধ করুন