বাংলা নিউজ > টুকিটাকি > Rashid Khan on Sandhya Mukherjee: সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী নিলেন না, এ সম্পর্কে কী বললেন পদ্মভূষণ রাশিদ খান

Rashid Khan on Sandhya Mukherjee: সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী নিলেন না, এ সম্পর্কে কী বললেন পদ্মভূষণ রাশিদ খান

সন্ধ্যা মুখোপাধ্যায় এবং রাশিদ খান। (ফাইল ছবি)

সংবাদমাধ্যমকে এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন রাশিদ। কী হলে খুশি হতেন, তাও বলেছেন। 

সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, তাঁকে সঠিক কায়দা বলা হয়নি। তাছাড়া অনেক দিন আগেই তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল বলে মনে করেছেন তিনি। তাই এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন গায়িকা। 

একই দিনে শহরের আরও এক সঙ্গীতশিল্পী রাশিদ খান পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। সন্ধ্যার এই সিদ্ধান্ত তিনি কীভাবে দেখছেন? এই ‘নিউজ এইট্টিন বাংলা’র তরফে তাঁর কাছে জানতে চাওয়া হলে, রাশিদ বলেন, ‘উনি যে মাপের শিল্পী তাঁর থেকে আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল ওনার। কেন্দ্রের উচিত ছিল কাকে কী সম্মানে ভূষিত করা হবে, সে ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে আগে কথা বলে স্থির করা।’

তবে রাশিদ এখানেই থেমে যাননি। তাঁর কথায়, ‘ভারতরত্ন পাওয়ার যোগ্য সন্ধ্যা মুখোপাধ্যায়।’ তাঁর মতে, কেন্দ্রের এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের সঙ্গে ভালো করে আলোচনা করা উচিত। ততাই কেন্দ্রের সিদ্ধান্তে যে তিনি একেবারেই খুশি নন, সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

বন্ধ করুন