বাংলা নিউজ >
টুকিটাকি >
Period Blood Colour indication: মহিলাদের পিরিয়ডের রক্তের রঙই বলে দিতে পারে শারীরিক অবস্থার কথা! কীভাবে বুঝবেন?
Period Blood Colour indication: মহিলাদের পিরিয়ডের রক্তের রঙই বলে দিতে পারে শারীরিক অবস্থার কথা! কীভাবে বুঝবেন?
Updated: 17 Jul 2022, 03:55 PM IST
লেখক Sritama Mitra
পিরিয়ডের সময়কালে বহু মহিলাই পেটে বা তলপেটের যন্ত্র...
more
পিরিয়ডের সময়কালে বহু মহিলাই পেটে বা তলপেটের যন্ত্রণায় কষ্ট পান। অনেকেরই পিরিয়ডের সময় নিম্নাঙ্গে অসাড় লাগার সমস্যা দেখা যায়। কেউ আবার মানসিকভাবেও বিধ্বস্ত থাকেন এই সময়। বিশেষজ্ঞরা বলছেন, পিরিয়ডের রঙ বলে দিতে পারে মহিলাদের শরীরের নানান লক্ষণ।
1/8রোগ মাত্রই শরীরে দানা বাঁধলে তা কোনও না কোনওভাবে আত্মপ্রকাশ করতে চায়। দেয় বেশ কিছু ইঙ্গিতও। তবে বহু সময়ই সেই সমস্ত ইঙ্গিতকে উপেক্ষা করে যাওয়া হয়। যার ফলে পরবর্তী পর্যায়ে ভয়ানক হতেও পারে! সেই দিক থেকে মহিলাদের শরীরের নানান শারীরিক পরিস্থিতির ইঙ্গিত মিলতে পারে পিরিয়ডের সময়কালে। বলছেন বিশেষজ্ঞরা।। ছবি সৌজন্য (HT File Photo)
2/8পিরিয়ডের সময়কালে বহু মহিলাই পেটে বা তলপেটের যন্ত্রণায় কষ্ট পান। অনেকেরই পিরিয়ডের সময় নিম্নাঙ্গে অসাড় লাগার সমস্যা দেখা যায়। কেউ আবার মানসিকভাবেও বিধ্বস্ত থাকেন এই সময়। বিশেষজ্ঞরা বলছেন, পিরিয়ডের রঙ বলে দিতে পারে মহিলাদের শরীরের নানান লক্ষণ।(ফাইল ছবি)
3/8ঋতুস্রাব বা পিরিয়ডের রক্তের রঙ থেকে বোঝা যায় মহিলার শরীরের অন্দরে কী কী চলছে। কেমন আছেন তিনি। সংক্রমণ, গর্ভাবস্থা সহ কয়েকটি অবস্থা বাদ দিলে পিরিয়ডের রক্তের রঙ থেকে জানা যায় বিভিন্ন তথ্য।
4/8উজ্জ্বল লাল-পিরিয়ডের রঙ যদি উজ্জ্বল লাল রঙের হয়, তাহলে বুঝতে হবে যে শরীর সুস্থ রয়েছে। এই রক্তের অত্যন্ত ফ্রেশ। ফলে উজ্জ্বল লাল রক্ত পিরিয়ডের সময় নির্গত হলে তা শরীর সুস্থ থাকার বার্তা দেয়।
5/8কালচে রঙ- স্রাব ইউটেরাস থেকে বেরোতে দেরি করলে এমনটা হতে পারে। যাঁদের পিরিয়ডে স্রাবের পরিমাণ কম তাঁদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। টানা কালচে ঋতুস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিন।
6/8গাঢ় লাল-যদি পিরিয়ডের শুরুতে বা শেষের দিকে রক্তের রঙ গাঢ় হয়, তাহলে ভয় পাবেন না। এটি শুধু একটি বার্তা যে ডিসচার্জ হওয়া রক্ত আসলে পুরনো। তবে মাসের পর মাস যদি পিরিয়ডের প্রথমের দিকে এমন রঙের রক্ত দেখা যায়, তাহলে প্রয়োজনে কথা বলতে পারেন নারী রোগ বিশেষজ্ঞের।
7/8কমলা ঘেঁষা রঙ- যৌনাঙ্গে কোনও সংক্রমণ হলে বা ব্যাকটেরিয়া থেকে কোনও রোগ এলে পিরিয়ডের রক্তের রঙ কমলা ঘেঁষা লাল হতে পারে। এমন রঙ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
8/8হালকা গোলাপি- ইস্ট্রোজেন লেভেল কমে গেলে রক্তের রঙ গোলাপি হয়ে যায়। রক্ত যখন সারভিকাল ফ্লুইডের সঙ্গে মেশে তখনই এমন রঙ হয়। এমন ঘটনা গর্ভাবস্থায় ক্রমাগত হলে সাবধান হতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।