বাংলা নিউজ > টুকিটাকি > Periods Leave: পিরিয়ডসের দিনগুলিতে অফিস আসতে হবে না, ছুটি চালু সিকিম হাইকোর্টে, বাংলায় কবে হবে?
পরবর্তী খবর

Periods Leave: পিরিয়ডসের দিনগুলিতে অফিস আসতে হবে না, ছুটি চালু সিকিম হাইকোর্টে, বাংলায় কবে হবে?

পিরিয়ডস লিভ চালু হচ্ছে সিকিম হাইকোর্টে। প্রতীকী ছবি। পিক্সাবে।

সিকিম হাইকোর্টের বাঙালি বিচারপতির উদ্যোগে বড় উদ্যোগ। এবার হাইকোর্টে কর্মরত মহিলা কর্মীদের জন্য চালু হল পিরিয়ডস লিভ। মাসিকের দিনগুলিতে অফিসে আসতে হবে না। 

অভিনব উদ্য়োগ। সিকিম হাইকোর্টে মহিলা কর্মীদের জন্য় এবার পিরিয়ডস লিভ চালু হল। ওই আদালতের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জেরে অত্য়ন্ত সুবিধা হবে ওই আদালতের মহিলা কর্মীদের। 

এর আগে দেশের খুব কম রাজ্যেই এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে। এখনও পর্যন্ত কেবলমাত্র বিহার ও কেরল সরকার মহিলা কর্মীদের জন্য প্রতি মাসে এই  পিরিয়ডসের দিনগুলিতে ছুটির ব্যবস্থা করেছে। এবার সিকিমের বিচার বিভাগেও এই ধরনের ছুটির ব্যবস্থা করা হল। 

এক্ষেত্রে মাসের যে সময়টাতে মহিলা কর্মীদের পিরিয়ডস হবে সেই সময়তে সেই মহিলা-কর্মী আধিকারিকরা ছুটি পাবেন। এই সময়টাতে তাঁদের কোনও বেতন কাটা হবে না। তাঁরা মাসের ওই সব দিনগুলিতে সবেতন ছুটি নিতে পারবেন। 

কিন্তু কেন এই ধরনের ছুটি ধার্য্য করা হল? 

সূত্রের খবর, মাসের ওই দু-তিনদিন ছুটি নেওয়ার একটা প্রবণতা থাকে মহিলাদের। বিষয়টি আঁচ করতে পেরেই মাসের ওই দিনগুলিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের কাছে লিখিয়ে আনতে হবে যে ওই দিনগুলিতে সংশ্লিষ্ট কর্মী-আধিকারিকের ছুটির প্রয়োজন রয়েছে।সেই মতো ছুটির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সরকারি চিকিৎসকের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। তারপরই ছুটি মিলবে। 

এদিকে সিকিমের বিচারবিভাগের সঙ্গে যুক্ত প্রায় ৪০জন মহিলা কর্মী আধিকারিকের এই ছুটির জেরে কিছুটা স্বস্তি হবে। কারণ সেই সময়টাতে অনেকের কিছুটা ক্লান্তি লাগে। মানসিক দিক থেকেও তাঁদের কিছুটা পরিশ্রান্ত লাগে। সেকারণে এই ছুটির ব্যবস্থা করা হচ্ছে। 

এদিকে একটা সময় ছিল যখন মহিলাদের অনেকেই এই পিরিয়ডসের বিষয়টি লুকিয়ে রাখতেন। এমনকী এই সময়গুলিকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তাঁরা বিশেষ মন দিতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গিয়েছে। এবার পিরিয়ডসের জন্য এই ছুটির বন্দোবস্ত। যে দিনগুলিতে মহিলাদের একাংশের কিছুটা ক্লান্তি লাগে সেই দিনগুলিতে তাঁদের জন্য বিশেষ ছুটি। তবে এটা অন্যান্য লিভের তালিকায় থাকবে না। 

তবে এবার একটা প্রশ্ন জোরালো ভাবে উঠছে। সিকিমে এই ধরনের ছুটি চালু হল। কিন্তু বাংলায় রাজ্য সরকারের তরফে ও বেসরকারি অফিসে এই ধরনের ছুটির কোনও ব্যবস্থা নেই। সেই ছুটি কি বাংলায় চালু হতে পারে? এই ধরনের ছুটি কেন বাংলায় চালু হয়নি? এই রাজ্যের মহিলাদের জন্য অনেক কিছু করার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এই ধরনের ছুটির ব্যবস্থা কেন নেই? তবে অনেকের মতে, ছুটির জেরে বাংলার কর্মসংস্কৃতি কার্যত লাটে উঠেছে। এরপর উপর যদি …. 

Latest News

'তখন বয়স ২০-র মতো, বলল টিভির সব অভিনেত্রী আপস করে'! কাস্টিং কাউচ নিয়ে আশা নেগি ‘ওর সঙ্গে অন্যায় হয়েছে’, অধিনায়কত্ব বিতর্কে হার্দিকের পাশে দাঁড়াচ্ছেন ভাজ্জি… ১৫ নভেম্বর থেকে সোজা পথে শনির চলন, ৫ রাশির সময় বদলাবে, হবে চাকরি ‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.