বাংলা নিউজ > টুকিটাকি > মুর্গি খাবেন না! মুম্বইয়ের রাস্তায় স্নানের মাধ্যমে আবেদন বিদেশিনীর

মুর্গি খাবেন না! মুম্বইয়ের রাস্তায় স্নানের মাধ্যমে আবেদন বিদেশিনীর

রাস্তায় স্নান করলেন পরিবেশকর্মী

পরিবেশকর্মী স্নান করলেন সকলের সামনে। বললেন, আমরা যেভাবে চলেছি, তাতে এই স্নানের দৃশ্য আর বেশি দিন দেখা যাবে না। কেন?

বৃহস্পতিবার দুপুর থেকেএকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক পরিবেশকর্মী মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে স্নান করছেন। তাঁর এই কাণ্ড দেখে সকলেই অবাক। সেই ভিডিয়োটিPETA India-র সোশ্যাল মিডিয়ার পাতা থেকে পোস্ট করা হয়েছে। কিন্তু কেন এই কাণ্ডটি করেছেন তিনি।

প্রথমেই দেখে নেওয়া যাক, এইPETA কী?

‘পিপল ফর দি এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা সংক্ষেপে পেটা (PETA) নামে পরিচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমেরিকার ভার্জিনিয়ার নরফোক শহরে প্রাণী অধিকার আদায়ের উদ্দেশ্যে এই সংগঠনটি তৈরি করেন পরিবেশ আন্দোলনকারীরা। এখন বিশ্বব্যাপী এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ২০ লক্ষ।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রথমে আমেরিকাতেই কাজ করত। পরে ধীরে ধীরে নানা দেশে এই স্বে্ছাসেবী সংগঠনের শাখা ছড়িয়ে পড়েছে। এর কর্মীর সংখ্যা ১৮৭। সংগঠনের ওয়েবসাইট অনুসারে বর্তমানে যে চারটি মূল বিষয় নিয়ে তাঁরা কাজ করছেন, তা হল— ফ্যাক্টরি ফার্মিং (মাংস উৎপাদনের উদ্দেশ্যে পশুপালন), ফার ফার্মিং (পশম উৎপাদনের উদ্দেশ্যে পশু পালন), অ্যানিম্যাল টেস্টিং (বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্রাণীর ব্যবহার), এবং বিনোদনের উদ্দেশ্যে প্রাণীর ব্যবহার। এই বিষয়গুলি বন্ধ করার জন্য আন্দোলন করছেন তাঁরা।

এটির অন্যতম প্রতিষ্ঠাতা ইনগ্রিড নিউকির্ক বর্তমানে এর আন্তর্জাতিক প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন। আর এহেন ইনগ্রিডকেই মুম্বইয়ের রাস্তায় খুলে আম স্নান করতে দেখা গিয়েছে।

কেন খোলা রাস্তায় স্নান করেছেন তিনি?

এই সংগঠনের ভারতীয় শাখার সোশ্যাল মিডিয়ার পাতায় জানানো হয়েছে, মুরগির মাংস খাওয়ার কী ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগোচ্ছি, সে সম্পর্কে অবহিত করতেই এই প্রয়াস।

কী বলছেন পরিবেশকর্মীরা?

তাঁদের বক্তব্য একবার মুরগির মাংস খাওয়া মানে, তার যে কার্বন ফুটপ্রিন্ট পড়ে, সেটির পরিমাণ একমাস স্নান করলে যতটা জল খরচ তার সম পরিমাণ কার্বন ফুটপ্রিন্টের সমান। তাই যদি মানুষ ধ্রুত আমিষ খাবার ত্যাগ না করে, তাহলে প্রকৃতি ধ্বংসের দিকে এগোবে, জলকষ্টও তীব্র আকার ধারণ করবে। একথা বোঝাতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা।

বন্ধ করুন