After sex activities: মিলনের পর পুরুষদের কিছু ভুলেই সব আনন্দ মাটি হয়। অনেকে এই ভুলগুলি করেন বলেই মেয়েরা খুশি হয়েও যেন কিছুর অভাব বোধ করেন। জেনে নিন মিলনের পর কী করলে আরও ভালো হবে সম্পর্ক।
1/6ঘুমিয়ে না পড়া: সহবাসের পরেই অনেক পুরুষ পাশ ফিরে ঘুমিয়ে পড়েন। মেয়েদের সবচেয়ে খারাপ লাগে সেটাই। তাই মিলনের পরেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না। দুর্বল ও ক্লান্ত লাগলেও জেগে থাকুন। তেমন হলে চোখ মুখ ধুয়ে এসে শুতে পারেন। (Unsplash)
2/6একটু ঘনিষ্ঠ হোন: মিলনের পরের ঘনিষ্ঠতা আসলে অন্যরকম অনুভূতি। সব মেয়েই এই সুখ পেতে চায়। তাই মিলনের পর স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হোন আপনার সঙ্গীর। তাকে কাছে টেনে নিন। (Unsplash)
3/6ছোটখাটো কথা বলুন: ওর সঙ্গে ছোটখাটো বিষয়ে কথা বলুন। হালকা মেজাজে গল্প করুন। এতে দুজনেরই বেশ মন ভালো থাকবে। ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে। (Unsplash)
4/6হালকা দুষ্টুমি করতে পারেন: সহবাসের পর হালকা দুষ্টুমি পছন্দ করে মেয়েরা। তাই কাছে থেকেই হালকা দুষ্টুমি করতে পারেন। এতে সম্পর্ক আরও সুন্দর হয়। (Unsplash)
5/6খেয়াল রাখুন: মিলনের পর অনেকেই ঘুমিয়ে পড়ুন। সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। দুজনেই প্রস্রাব করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন। সঙ্গীকে একটু সাহায্য করতে পারেন। এতে সেও খুশি হবে। (Unsplash)
6/6বুকে নিয়ে ঘুমোন: আলাদা শোওয়াটা মেয়েরা পছন্দ করে না। তাই ওকে জড়িয়ে শুতে পারেন। পারলে বুকে নিয়ে ঘুমোন। এতে দুজনেরই বেশ ভালো লাগবে। (Unsplash)