Holi Playlist: দোল মানে তো কেবল আবির, রং নয়, সঙ্গে গানও বটে। দেখে নিন এদিন, এই বিশেষ অনুষ্ঠানের জন্য কোন গানগুলিকে প্লেলিস্টে থাকবে।
1/10রঙের উৎসব তো এসেই গেল। আর এই উৎসব মানে কেবল আবির, রং নয়। সঙ্গে খাওয়া দাওয়া আর জমাটি গান। আর গান বলতেই যেটা বোঝে দোল বা হোলি নিয়ে দেশে বিভিন্ন ধরনের গান আছে। বাংলা গান তো বটেই, একাধিক হিন্দি গানও আছে যা শুনলেই এই রঙের উৎসবের কথা মনে পড়ে যায়। দেখে নিন বসন্তের এই রঙের উৎসবের জন্য কোন কোন গানকে এদিন আপনার প্লেলিস্টে রাখবেন।
2/10২০১৯ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি গোত্রর নীল দিগন্তে গানটিকেও এই তালিকায় রাখা যেতে পারে। এটি আদতে রবীন্দ্র সঙ্গীত। কিন্তু এখানে লিরিক্স বদলে রিমিক্স ভার্সন শোনা গিয়েছে ফলে এই গানটিকে আপনি আপনার প্লেলিস্টে এদিন রাখতে পারেন।
3/10অন্যদিকে ২০১৩ সালে মুক্তি পাওয়া ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির বালাম পিচকারি ছাড়া কী আর দোল জমে! হোলির অনুষ্ঠান জমাতে, আনন্দের পারদ চড়ানোর জন্য এই গানটিই যথেষ্ট!
4/10২০১৪ সালে মুক্তি পাওয়া চতুষ্কোণ ছবির বসন্ত এসে গেছে গানটি অবশ্যই এই তালিকায় জায়গা বানাতে পারে। লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া এই গানটি শুনলেই মনে হয় হ্যাঁ, এই তো রঙের উৎসব, রঙিন হওয়ার উৎসব এসে গিয়েছে।
5/10২০১৫ সালে মুক্তি পাওয়া মোহে রং দো লাল গানটিকেও রাখতে পারেন এই তালিকায়। দীপিকার সেই অসাধারণ নাচ, আর পণ্ডিত বিরজু মহারাজ এবং শ্রেয়া ঘোষালের এই গান আলাদা মাত্রা যোগ করবে এই বিশেষ দিনে।
6/10এক্ষেত্রে বলা যেতে পারে ১৯৭৩ সালে মুক্তি পাওয়া বসন্ত বিলাপ ছবির ও শ্যাম যখন তখন গানটির কথা। অপর্ণা সৌমিত্র অভিনীত এই ছবির গানটিকে এদিনের প্লেলিস্টে রাখতে পারেন।
7/10শোলে ছবির এই হোলি কে দিন গানটি বেশ জমাটি। এটিকেও আপনি আপনার প্লেলিস্টে রাখতে পারেন।
8/10মাধুরী দীক্ষিত অভিনীত গুলাব গ্যাং ছবি থেকে রঙ্গি সারি গানটিকেও এই তালিকায় রাখা যেতে পারে। একটি মিষ্টি রঙের গান এটি। ধামাকেদার থেকে শান্ত মুড বানাতে পারে এই গান।
9/10এছাড়া তালিকায় কিছু রবীন্দ্র সঙ্গীত রাখতে পারেন। এর মধ্যে দক্ষিণ দুয়ার খোলা থেকে খেলা ভাঙার খেলা কিংবা ওরে গৃহবাসীর মতো গানগুলিকে এই তালিকায় রাখা যেতে পারে। রবি ঠাকুরের সুরের তালে তালে এদিনের আনন্দ জমাতে পারেন।
10/10সব যখন হলই হোলিতে লোক গান বাদ যায় কেন! এদিনের তালিকায় রাখুন বসন্ত বহিল সখি থেকে রঙ্গিলা রে মন, পিন্দরে পলাশের বন, ইত্যাদি।