Covid risk of Diabetes and heart attack: কোভিড সারা পৃথিবীতেই ভয়ানক ক্ষতির ছাপ ফেলে গিয়েছে। গত আড়াই বছরে এই রোগের জন্য বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিভিন্ন রোগের আশঙ্কাও বেড়ে গিয়েছে কোভিডের জন্য।
1/5সারা বিশ্বেই দগদগে ক্ষত তৈরি করে গিয়েছে কোভিড। কোটি কোটি প্রাণ কেড়ে নিয়েছে গত আড়াই বছরে। সেই কোভিড নিয়েই এবার নতুন কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান সৌম্যা স্বামীনাথন।
2/5বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান কোভিড নিয়ে এখনও যথেষ্ট উদ্বিগ্ন। সেটাই ফুটে উঠল এদিনের কথায়। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন এক নতুন তথ্য। তাঁর কথায় কোভিডের ফলে ডায়াবিটিস, হার্ট অ্যাটাকের মতো রোগগুলির আশঙ্কা অনেকটাই বেড়েছে।
3/5দুই বছর আগেও এই রোগগুলির হার বেশ কিছুটা কম ছিল। কিন্তু কোভিড শুরু হওয়ার পর মানুষের মধ্যে এই সমস্যাগুলি বেড়েছে ৪ থেকে ৫ শতাংশ। এই ব্যাপারে একরকম নিশ্চিত সৌম্যা স্বামীনাথন।
4/5এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে সতর্কতা জানিয়েছিল। হু-এর তরফে বলা হয়েছিল, কোভিডের কারণে এই রোগগুলির হার অনেকটাই বেড়ে যেতে পারে। স্নায়ুরোগেরও বড় কারণ হতে পারে এই কোভিড।
5/5সৌম্যা স্বামীনাথনের কথায় এবার সেই আশঙ্কাই সত্যি ফুটে উঠল। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান না হলেও সেই সুরেই সুর মেলালেন তিনি। একরকম নিশ্চিত হয়েই জানালেন তাঁর আশঙ্কার কথা।