উকুন তাড়াতে দেখে নিন কোন পন্থা সবচেয়ে বেশি উপকারী। ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান-
1/5মাথাভরা উকুনের কারণে লজ্জায় পড়তে হচ্ছে? এটি যেমন অস্বস্তিকর তেমনই অস্বাস্থ্যকরও। উকুন থেকে চুলকানি বা ঘাও হতে পারে। উকুননাশক সাবান, শ্যাম্পু ব্যবহার করেও অনেক সময় উকুনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় না। সেক্ষেত্রে দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে করবেন এর সমাধান-
2/5আয়ুর্বেদে নিমপাতাকে ব্যবহার করা হয় নানাভাবে। এই নিমে আছে- অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস, এনালেজিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিমাইক্রবাল, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিফাঙ্গাল এবং রক্ত বিশুদ্ধকরণ উপাদান। উকুন বাড়াতে নিমপাতা সহজেই ব্যবহার করতে পারেন। নিমপাতা থেঁতো করে সেই রস মাথার তালুতে লাগান। এক থেকে দেড় ঘণ্টা পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু থেকে তিন দিন করলেই উপকার পাবেন।
3/5ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বংশ ধ্বংস করতে একাই একশো। আঙুলে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ১০ মিনিট পর প্রথমে জল দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই মাস সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।
4/5উকুন মারতে খুব ভাল কাজ করে টি ট্রি অয়েল। এই অয়েলের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। যা ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে। কয়েক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন ৩-৪ ফোঁটা টি-ট্রি অয়েল। এবার তা মাথায় ভালো করে ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে উঠে ম্যাসাজ করে নিন।
5/5লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করতে সাহায্য করে। লেবুর থেকে রস বের করে তা সরাসরি মাথায় স্ক্যাল্পে লাগান। ৩০-৪০ মিনিট লাগিয়ে রাখুন। এর পর সরু দাঁড়ার চিরুনির সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুবার করলেই উপকার পাবেন।