জাহ্নবী কাপুর নিজেই শেয়ার করে নিয়েছিলেন এই রূপ টোটকা। সেদ্ধ আলু মুখে মেখে দেখুন কীভাবে রূপসী হয়ে উঠছেন তিনি-
1/5বলিউডের তরুণ প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। রূপে মা শ্রীদেবীর থেকে কোনও অংশেই কম যান না। ধড়ক দিয়ে সিনেমায় পা রাখেন। একটার পর একটা ছবি দিয়ে নিজের জায়গা করে চলেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
2/5সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় তিনি। নিজের নিত্য নতুন সাজের ছবি তো দেনই, সঙ্গে শেয়ার করে থাকেন নানা স্কিন কেয়ার টিপস। জাহ্নবী নিজেই জানিয়েছেন ঘরোয়া টোটকার উপরে ভরসা করেন খুব। রান্নাঘরে থাকা হরেক সামগ্রী দিয়েই রূপচর্চা করে ফেলেন ঝটপট।
3/5জাহ্নবীর এই আলুর ফেসমাস্ক তৈরি করতে আপনার লাগবে সেদ্ধ আলু একটি। চালের গুঁড়ো, গোলাপ জল আর আমন্ড অয়েল, লেবুর রস। হাতের কাছে এগুলো জোগার করা হয়ে গেলে দেখুন কীভাবে বানাবেন সেই মাস্ক।
4/5প্রথমে সেদ্ধ আলু চটকে নিন। এবার তার সঙ্গে মেশান চালের গুঁড়ো ১ চামচ। তারপর দিন ২ চামচ গোলাপ জল। এরপর ১/৪ চামচ আমন্ড অয়েল আর ১ চামচ লেবুর রস। সবটা ভালো করে মিশিয়ে পরিষ্কার মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
5/5বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আলুতে পাওয়া অ্যাজেলাইক অ্যাসিড এবং সাইটোকাইন ব্রণ কমায়। অ্যাজেলাইক অ্যাসিড মুখে থাকা দাগছোপও কমায়। সঙ্গে সেদ্ধ আলুতে পাওয়া যাওয়া হায়ালুরোনিক অ্যাসিড ত্বকে আদ্রতা ধরে রাখে। ত্বকের অকাল বার্ধক্য কমানোর ক্ষমতা আলুতে রয়েছে। সঙ্গে চোখের চারপাশে পড়া ডার্ক সার্কেলও কমায় আলু।