দোল খেলার সময় যে বিষয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই তা হল চুল না রুক্ষ্মশুষ্ক হয়ে পড়ে। সেই ভয় না পেয়ে বরং এভাবে যত্ন নিন-
1/5দোলে চুলের দফারফা তো হবেই! তার মানে কখনোই এই নয় যে আপনি রং খেলবেন না। বরং দেখে নিন কীভাবে চুলকে প্রস্তুত খেলবেন রং খেলতে যাওয়ার জন্য। আর রং খেলে এসেই বা কেমন ভাবে চুলকে ফিরিয়ে আনবেন আগের হালে।
2/5রং খেলতে যাওয়ার আগের রাতেই চুলে তেল মালিশ করে নিন। এবার চুলে খোঁপা বা বেনি বেঁধে নিন। স্টাইলিশ লুক আনতে ব্যান্ডনা বাঁধতে পারেন। এটি কিছুটা হলেও আবির বা রং আটকাবে।
3/5রং খেলে এসে আগেই মাথায় শ্যাম্পু লাগিয়ে ফেলবেন না যেন। বরং অনেকটা সময় নিয়ে চুল ধুয়ে নিন। এতে মাথার স্ক্যাল্পে থাকা রং ও আবির ধুয়ে আসবে। যখন দেখবেন চুল ধোয়া জল থেকে আর কোনও রং বের হচ্ছে না তখন শ্যাম্পু করুন। এবং এক্ষেত্রে অবশ্যই শ্যাম্পু করে নেওয়ার পর কোনও ভালো হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে আপনাকে।
4/5একটি পাত্রে ২ চা চামচ খাঁটি অলিভ অয়েল, একটি তাজা অ্যালোভেরা পাতার নির্যাস (বা খাঁটি অ্যালোভেরা জেল), এবং দুটি ডিমের কুসুম নিন। ভালো করে মেশান ও ১০-১৫ মিনিটের জন্য এই মিশ্রণটি লাগান। তারপর আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন। চুলে কমপক্ষে ২-৩ ঘন্টা মাস্কটি রাখুন। তারপর ধুয়ে নিন ভেষজ শ্যাম্পু দিয়ে।
5/5রং খেলার সপ্তাহখানেক পর হেয়ার স্পা করান। পার্লারে না যেতে চাইলে বাড়িতে নিজেও করতে পারেন। এক্ষেত্রে দই ও পাকা কলা চটকে নিন। তারপর সেই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। আধা ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে নিলেই চলবে।