ট্যান পড়ে হাত কালো দেখালে এখনই সজাগ হন। নিয়ম করে নিতে হবে যত্ন। দেখে নিন টোটকাগুলি
1/5রূপচর্চার কথা বললেই বেশিরভাগ মানুষ ভাবেন হাত বা ঘাড়-গলার যত্ন। অবহেলিত থেকে যায় হাতদুটো। যার কারণে মুখটা ফরসা দেখালেও, ট্যানের কারণে হাত কালো দেখায়। আপনি যদি হাতের রং উন্নত করতে চান, তাহলে ফলো করুন নীচের টোটকাগুলি।
2/5নিয়মিত স্ক্রাবিং করা খুব জরুরি। কফি আপর চকোলেটের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিন। এবার তা দিয়ে সপ্তাহে দু দিন স্নানের সময় স্ক্রাব করুন। এতে ত্বকের উপরে জমে থাকা ধুলোময়লা সাফ হয়ে যাবে। এবং ট্যান তুলতেও সাহায্য করবে।
3/5চালের আটায় সামান্য হলুদ, বেসন ও মধুমিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার তা হাতে আর পায়ে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে ধুয়ে নিন।
4/5কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টে টমেটোর পাল্পও যোগ করা যেতে পারে। এটা হাতে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভেজা হাতে স্ক্রাব করে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন।
5/5মুখের পাশাপাশি হাতে আর পায়ে অর্থাৎ শরীরের খোলা অংশে সানস্ক্রিন লাগাতে হবে নিয়ম করে। এবং বাইরে থাকলে ৩-৪ ঘণ্টা পরপর রি-অ্যাপলাই করতে হবে। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগানো বন্ধ করা যাবে না।