Viral news Flesh eating amoeba: ৪০ মিনিট ঘুমিয়েছিলেন ২১ বছর বয়সি মিচেল। তার মধ্যেই গোটা চোখ খেয়ে ফেলল মাংসাশী অ্যামিবা। কতটা ভয়ানক এই এককোষী প্রাণী?
1/6কনট্যাক্ট লেন্স পরে ভুলবশত অনেকেই ঘুমোতে যান। তেমনই গিয়েছিলেন ২১ বছর বয়সি মিচেল ক্রুমহোলজ। খুব বেশিক্ষণ নয়। মাত্র ৪০ মিনিট ঘুমিয়েই উঠে পরেন তিনি। কিন্তু ততক্ষণে তার জীবনে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। চোখের মণির বারোটা বেজে গিয়েছে ওই ৪০ মিনিটেই। (HT)
2/6কী কারণে এমন হল: ধীরে ধীরে চোখ খারাপ হতে হতে দৃষ্টিই হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। নেপথ্যের কারণ হল অ্যাকান্থামিবা কেরাটাইটিস। যা একটি এককোষী অ্যামিবা। চোখের বাইরের স্তর কর্নিয়াতে সংক্রমণ ঘটিয়ে চোখটাই ‘খেয়ে’ ফেলে এই আ্যামিবা। বিজ্ঞানের পরিভাষায় একে মাংসাশী অ্যামিবা বললেও ভুল বলা হয় না। (HT)
3/6কাদের বিপদ বেশি: চিকিৎসক অনুরাগ শান্ডিল হিন্দুস্তান টাইমসকে বলেন, খুব বিরল পজাতির অ্যামিবা এটি। তবে একবার সংক্রমণ হলে চোখটাই নষ্ট হয়ে যায়। যে কেউ এই অ্যামিবা দ্বারা আক্রান্ত হতে পারেন। (HT)
4/6কী করণীয়: এই অ্যামিবার থেকে বাঁচতে হলে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। প্রথম নিয়মটিই হল, যেকোনও জল চোখে দেওয়া যাবে না। (HT)
5/6কনট্যাক্ট লেন্স পরে শোওয়া একেবারেই ঠিক নয়। এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। শোওয়ার আগে এটি খুলে রেখে ঘুমোতে যান। (HT)
6/6কনট্যাক্ট লেন্স পরে গরম জলে স্নান করা বা সাঁতার কাটার মতো কাজ করবেন না। এতে বিপদের আশঙ্কা বেশি। (HT)