Viral news tour packages: এই দেশে ঘুরতে গেলে খরচের চিন্তা করতে হবে না। সরকারই আপনাকে সব সুযোগ সুবিধা দেবে। সবরকম খরচের জন্য টাকাও পাবেন।
1/8ঘুরতে যাব ভাবলেই শুধু খরচ আর খরচ। মায় দীঘা পুরী ঘুরতে গেলেও একটু ভালোভাবে থাকতে ৫ হাজার খসেই যায়। এত খরচ বেড়ে গেলে ঘুরতে যাওয়ার ইচ্ছেই যেন মরে যায়। (Wikipedia)
2/8এমন অবস্থায় যদি শোনেন ঘুরতে যাওয়ার জন্য আপনাকে টাকা দেওয়া হবে, কী করবেন আপনি? মস্করা করছি ভাবছেন? একেবারেই না। সত্যিই টাকা দেওয়া হবে। আর একটু আধটু নয়। টাকার অঙ্ক বেশ ভালো! (Wikipedia)
3/8ঠিকই শুনছেন। তাইওয়ান সম্প্রতি এমন সুযোগই নিয়ে এসেছে পর্যটকদের জন্য। ওই দেশে ঘুরতে গেলেই পাবেন এক থোক টাকা। কেন জানেন? (Wikipedia)
4/8কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই এমন ঘোষণা তাইওয়ান সরকারের। (Wikipedia)
5/8এবার টাকার হিসেবে আসা যাক। সরকারের তরফে বলা হয়েছে, এমনি খরচের জন্য ৫ লাখ যাত্রীকে দেওয়া হবে ৫ হাজার তাইওয়ান ডলার। ভারতীয় মুদ্রায় ৫ হাজার তাইওয়ান ডলারের মূল্য ১৩,৬০০ টাকা। এই টাকা ঘোরা, থাকা ইত্যাদির জন্য খরচ করা যাবে। (Wikipedia)
6/8সংবাদসংস্থা সিএনএন-এর রিপোর্ট জানায়, এছাড়াও পর্যটকদের বিভিন্ন দলকেও দেওয়া হবে মোটা অঙ্কের টাকা। ৯০ হাজার পর্যটকদের দল পাবে ২০ হাজার তাইওয়ান ডলার করে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫৪,৫০০ টাকা। (Wikipedia)
7/8এই টাকা সরাসরি অনলাইন মাধ্যমে দেওয়া হবে। পর্যটনের পাশাপাশি এই বিভাগে কর্মসংস্থানের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে তাইওয়ান সরকার। কোভিড অবস্থা থেকে এবার ঘুরে না দাঁড়ালেই নয়। (Wikipedia)
8/8তাইওয়ান প্রিমিয়ার চেন চিয়েন জেন জানান, এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে সরকার। পর্যটন ব্যবস্থা উন্নত করতে এমন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে ১০ মিলিয়ন পর্যটক আসুক তাইওয়ানে। এটাই এখন লক্ষ্য! (Wikipedia)