বাঙালির নববর্ষ মানে সাজগোজেরও দিন। বহু বাঙালি নারীই এদিন সাজার জন্য সাবেক বাঙালি পোশাক বেছে নেন। মানে, শাড়ি।
কিন্তু এথনিক শাড়ি পরলেই তো শুধু হল না, এমনভাবে সেই শাড়ি বাছতে হবে, যাতে অনন্যা লাগে। যাঁরা শাড়ি পরতে ভালোবাসেন, তাঁদের জন্য রইল বেশ কয়েকটি টিপস। একদম নায়িকাদের থেকে।
পয়লা বৈশাখ কী শাড়ি পরবেন, কেমনভাবে পরবেন, তা নিয়ে ভাবার আর দরকার নেই। কারণ নায়িকার সাজ থেকেই পেয়ে যাবেন বেশ কয়েকটি ধারণা। তার থেকে বেছে নিলেই হল।
শুধু মনে রাখবেন, পয়লা বৈশাখ মানে, সেদিন বেশ গরম। তাই শাড়ি এমন হতে হবে, যাতে প্রচণ্ড গরম না লাগে। ব্যস, বাকিটা এবার আপনার হাতে।
বৈশাখের শুরু হোক বাসন্তী শাড়িতে:
বাসন্তী রং যদি পছন্দ হয়, তাহলে আপনার পয়লা বৈশাখের সাজের গাইড হতে পারেন কোয়েল মল্লিক। বেছে নিতে পারেন তাঁর মতো শাড়ি।
সিল্কের শাড়িতে হোক পয়লা বৈশাখের শুরু:
তাহলে আপনি বেছে নিতে পারেন বিদ্যাবালনের মতো সাজ।
হালকা রঙের শাড়িতে চোখে পড়ুন সকলের:
হালকা কিন্তু উজ্জ্বল রঙের শাড়ির সাজ পছন্দ হলে, আপনার নতুন বছরের প্রথম দিনে গাইড হতে পারে জয়া এহসান।
কিংবা ঘরোয়া সাজে:
একেবারে ঘরোয়া সাজে সাজতে ইচ্ছা করলেও আপনাকে পথ দেখাতে পারেন জয়াই।
এদিন পরার জন্য পছন্দ কি সাদা শাড়ি?
তাহলে মনামি ঘোষ বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো করে সাজতে পারেন নতুন বছরের প্রথম দিনটায়।
মনামির চেয়ে বেশি সাবেক সাজ চাইলে বেছে নিতে পারেন স্বস্তিকার মতো লাল পাড় সাদা শাড়ির সাজ।
তাঁতের শাড়ির সাজ:
এমন সাজ পছন্দ হলে আপনি সাজতেই পারেন নুসরত জাহানের মতো করে।
মায়ের শাড়িতে সাজ:
বাড়িতে পুরনো শাড়ি আছে? পাড়টুকু বদলে বানিয়ে নিতে পারেন নতুন শাড়ি। মিমি চক্রবর্তীর মতো করে।
প্রতিটা লুকের সঙ্গে মানানসই মেকআপ দরকার। এটা গ্রীষ্মকাল, সে কথা মাথায় রেখেই মেকআপ করুন।