Pregnancy at period myth bunking: পিরিয়ডের সময় গর্ভধারণ নিয়ে অনেক ভুল ধারণা চালু রয়েছে। এই ধারণাগুলি আপনারও নেই তো? জেনে নিন বিশদে।
1/6গর্ভধারণ নিয়ে পুরুষ ও মেয়েদের মধ্যে নানারকম ভুল ধারণা চালু থাকে। সাধারণত আমাদের সমাজেই এমন কিছু ধারণা চালু রয়েছে। সেগুলিতে অনেকে বিশ্বাসও করেন। এই ধারণাগুলির অর্ধেকের বেশি ঠিক নয়।
2/6এমন কিছু ধারণার মধ্যে একটি হল পিরিয়ডের সময় যৌনমিলন হলে গর্ভধারণের ঝুঁকি নেই। এই ধারণা কি আদৌ ঠিক? কী বলছেন চিকিৎসকরা? জেনে নিন বিস্তারিত।
3/6অনেকেই পিরিয়ড চলাকালীন মিলনে অংশ নেন। কিন্তু এই সময় যৌনমিলন কি দুজনের জন্যই নিরাপদ? বিশেষজ্ঞদের কথায়, পিরিয়ডের সময় যৌনসংক্রমক রোগের আশঙ্কা অনেক বেশি। তাই এই সময় যৌনতা না করাই নিরাপদ। অসুরক্ষিত উপায়ে মিলিত হলে যৌনসংক্রমক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।
4/6এছাড়াও, আরেকটি বড় প্রশ্ন হল পিরিয়ডের সময় যৌনমিলন হলে কি গর্ভধারণের ঝুঁকি থাকে? বিশেষজ্ঞদের কথায়, এই সময় গর্ভে ডিম্বাণু থাকে না, তাই যৌনমিলন হলে গর্ভধারণ ঝুঁকি কম। কিন্তু ঝুঁকি নেই বললে তা ভুল বলা হবে।
5/6যৌনমিলনের পর শুক্রাণু যোনিতে বেশ কয়েক ঘন্টা জীবিত থাকতে পারে। মোটামুটি ৭২ ঘন্টা পর্যন্ত শুক্রাণু বেঁচে থাকে। তাই গর্ভধারণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
6/6পিরিয়ডের সময় মিলিত হলে ব্যথাও অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে এই সময় মেয়েদের বিশেষ খেয়াল রাখা জরুরি। খাওয়াদাওয়া ঠিকমতো করা দরকার। শরীর খারাপ লাগলে বিশ্রাম নেওয়া দরকার।