বাংলা নিউজ > টুকিটাকি > Pregnant Woman: জেলকর্মীর কফির নেশার কারণে মৃত্যু বন্দির গর্ভের শিশুর, ক্ষতিপূরণ ৩ কোটির বেশি
পরবর্তী খবর

Pregnant Woman: জেলকর্মীর কফির নেশার কারণে মৃত্যু বন্দির গর্ভের শিশুর, ক্ষতিপূরণ ৩ কোটির বেশি

অন্তঃস্বত্ত্বা বন্দির সন্তানের মৃত্যুর কারণ জেলকর্মীদের কফির নেশা। (প্রতীকী ছবি)

Pregnant Woman: গর্ভবতী বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি কাতরাচ্ছিলেন। ওদিকে তখন জেলকর্মীরা কফিতে মজেছেন। তাতেই ঘটে গেল বিপদ।

আমেরিকার এক গর্ভবতী বন্দি দাবি করছেন তিনি তাঁর সন্তানকে হারিয়েছেন জেলারদের অবহেলার জন্য। যখন তিনি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল তখন জেলাররা মাঝপথে গাড়ি থামিয়ে স্টারবাকসে কফি খেতে যান। এদিকে তিনি গাড়িতে যন্ত্রণায় ছটফট করছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর সন্তানকে আর বাঁচানো যায়নি।

২০১৬ সালে এই ঘটনাটি ঘটেছিল। সূত্রের খবর অনুযায়ী ৩৪ বছর বয়সী মহিলাকে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ হিসেবে ৩.৮ কোটি টাকা দেওয়া হবে।

ওই জেলবন্দিনীর নাম স্যান্দ্রা। তিনি যখন ৬ মাসের গর্ভবতী তখন তাঁর কারাদণ্ড হয় ৭o দিনের জন্য। এরই মাঝে তাঁর প্রসব যন্ত্রণা হয়। এনবিসির রিপোর্ট অনুযায়ী, জল ভাঙার সঙ্গে সঙ্গেই তিনি বারবার জেলারদের ডাকতে থাকেন। কিন্তু তাঁরা আসতে আসতে দুই ঘণ্টা সময় লাগিয়ে দেন।

জেল কর্মীরা যে শুধুই দেরি করে এসেছিলেন সেটা নয়, তাঁরা অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজনবোধও করেননি! এবং নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী জেলকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান বটে কিন্তু এমারজেন্সি কেস হিসেবে নয়। এবং হাসপাতালে যাওয়ার মাঝে তাঁরা পথে কফি খাওয়ার জন্য একটি স্টারবাকস আউটলেটের সামনে দাঁড়ানও।

এরপর ২৮ বছর বয়সী স্যান্দ্রাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তাঁর সন্তান আর বেঁচে ছিল না। জেল কর্মীদের গাফিলতির জন্য তাঁকে আর বাঁচানো যায়নি। এই মর্মান্তিক ঘটনার পর তিনি জেল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন। ২০১৬ এর এই ঘটনাটিকে ২০২০ এর অক্টোবরে কোর্ট ডিসমিস করে দেয়। কিন্তু তারপরের বছরেই কেসটা নতুন করে ওপেন করা হয়। এবং অবশেষে স্যান্দ্রা তাঁর এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেতে চলেছেন ছয় বছর পর!

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.