Promise Day 2023 best promise for your lover that you should do: প্রমিস ডে-তে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হোক। তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিন আজ। কখনও তাকে ভুল বুঝবেন না, এমন প্রতিশ্রুতিই দিন।
1/6প্রমিস ডে মানেই প্রিয়জনকে আগলে রাখার প্রতিশ্রুতি জানানোর দিন। তার সুখে দুঃখে বিপদে আপদে তাকে ভালোবেসে যাবেন। এমন প্রতিশ্রুতিই জানাতে হয় সঙ্গীকে। তবে খেয়াল রাখুন, রাখতে পারবেন না যে প্রতিশ্রুতি, তা না দেওয়াই ভালো। (Freepik)
2/6তোমার পছন্দ অপছন্দের সঙ্গে আমার মিল না হলেও তোমায় অসম্মান করব না। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করব না। (Freepik)
3/6যতই ব্যস্ত থাকি না কেন সময় দেওয়ার চেষ্টা করব তোমাকে। সময়টাই আরও গভীর যে কোনও সম্পর্ক। তাই আমার সবচেয়ে দামি সময় তোমার জন্য। (Freepik)
4/6আমাদের মধ্যে মতের অমিল হতেই পারে। কিন্তু তোমার দিকটাও বোঝার চেষ্টা করব। ভুল বুঝব না তোমাকে। (Freepik)
5/6কখন রাগের মাথায় অসম্মান করব না। নিজেকে সামলানোর চেষ্টা করব। ভুল বুঝব না তোমাকে। (Freepik)
6/6যেভাবেই থাকি না কেন, সুখে দুঃখে হাত ধরে থাকব দুজন দুজনের। হাত ছাড়ব না কেউ কারও। (Freepik)