বাংলা নিউজ > টুকিটাকি > Maha Shashthi Wishes: পুজো শুরু হয়ে গিয়েছে, মহাষষ্ঠীতে কাছের মানুষদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা
শুরু হয়ে গিয়েছে পুজো। মহাষষ্ঠীতে দেবীর বোধন। এদিন আপনার বহু প্রিয় মানুষই আপনার থেকে ভৌগলিকভাবে অনেকখানি দূরে। কিন্তু পুজোর দিনে তাঁদের পাটিয়ে দিতে পারেন শুভেচ্ছাবার্তা। রইল এখানে।
- মহাষষ্ঠীর এই আলোকময় অবসরে সকলের জীবন পূর্ণ হয়ে উঠুক ৷ রইল শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
- মহাষষ্ঠীর এই বর্ণময় ছটায়, জীবন হয়ে উঠুক আরও উজ্জ্বল, এই কামনা রইল।
- মহাষষ্ঠীর এই আলোকিত সন্ধ্যায় সকলের জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা।
- দুঃখ সুখের অবসরে খেয়ার তরী ভাসে, আনন্দের এই অবসরে, আলোর তরী ভাসে। মহাষষ্ঠীর শুভেচ্ছা রইল আপনার পরিবারের প্রতি।
- দেবী দুর্গা সকলকে বিপদ থেকে রক্ষা করেন। তিনি হলেন জগতের আলো। শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সকলকে।
- শঙ্খের নাদে ভাসে দুঃখের বাঁধ, মহাষষ্ঠীর এই অবসরে ভাঙুক আনন্দের বাঁধ ।
- মহাষষ্ঠীর শুভ অবসরে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা রইল।
- হে মাতা, সকলকে কৃপা করো তুমি ৷ মহাষষ্ঠীর শুভ অবসরে সকলের জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা।