দুর্গাপুজো মানেই শাড়ির বাহার। সারা বছর কম বেশি শাড়ি পরা হলেও দুর্গাপুজোয়, বিশেষ করে অষ্টমী এবং নবমীতে শাড়ি মাস্ট। তবে এই বছর বাংলার শাড়ি নয় বরং দক্ষিণ ভারতের একটি শাড়ি কাঁপাচ্ছে দুর্গাপুজোর বাজার।
বাংলার শাড়িকে এই বছর কড়া টক্কর দিচ্ছে বিদেশী কাপড়ের একটি শাড়ি যার নাম জিমিচুর। বেঙ্গালুরুর বিখ্যাত এই শাড়ি এই বছর দখল করে রেখেছে দুর্গা পুজোর বাজার। গত এক মাস ধরে এই শাড়ির চাহিদা দেখা গেছে যুবতী বা মধ্যবয়স্ক মহিলাদের মধ্যে।
(আরও পড়ুন: পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও)
এই শাড়ির বৈশিষ্ট্য কী?
এই শাড়ির প্রধান বিশেষত্ব হল এটি বিদেশি কাপড় দিয়ে তৈরি, তার ওপর সুন্দর হাতের কাজ, সুতো দিয়ে তৈরি নানান নকশা। শুধু সুতোর নকশা নয়, শাড়ি জুড়ে রয়েছে সিকুয়েন্স, যার ফলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই শাড়িটি। এছাড়াও রয়েছে জরির কাজ। সব মিলিয়ে অল্পবয়স্ক মহিলাদের পছন্দের তালিকায় প্রথম দিকে উঠে এসেছে এই শাড়ির নাম।
জিমিচুর শাড়িটির চাহিদা তুঙ্গে থাকার আরও অন্যতম একটি বড় কারণ হলো এই শাড়ির দাম। ১৮০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে এই শাড়ি কিনতে পারবেন আপনি। এই বছর পূজোয় মালদা জেলার প্রায় প্রত্যেকটি দোকানে এই শাড়ি পাওয়া যাচ্ছে। পুজো যত এগিয়ে আসছে ততই শাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
(আরও পড়ুন: আসুন, নিজেকে চিনুন! এখানে কতগুলি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে আপনার বুদ্ধির দৌড়)
জিমিচুর শাড়িটি আকর্ষণীয় হয়ে ওঠার অন্যতম আরও বড় কারণ হলো এটি বিদেশি কাপড় দিয়ে তৈরি। দেশি কাপড়ের থেকে যে বিদেশি কাপড়ের চাহিদা সব সময় বেশি থাকে তা বলাই বাহুল্য। সুন্দর সুন্দর হাতের কাজে পরিপূর্ণ এই শাড়িটি পরলে আপনিও যে সবার নজর কাড়বেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।