বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion: এক ছবিতে দু’টি প্রাণী, আপনি প্রথমে যেটি দেখবেন, সেটি বলে দেবে আপনার মনের কথা

Optical Illusion: এক ছবিতে দু’টি প্রাণী, আপনি প্রথমে যেটি দেখবেন, সেটি বলে দেবে আপনার মনের কথা

কী দেখছেন এই ছবিতে?

Viral Optical Illusion: এই ছবিটিতে মূলত দু’টি প্রাণী দেখতে পাচ্ছেন সবাই। কিন্তু আপনার চোখে কোন প্রাণীটি প্রথমে ধরা পড়ছে, সেটিই আসল কথা। 

Optical Illusion নাকি এমন জিনিস, যা বহু মানুষের মনের কথা বলে দিতে পারে। আর এই দাবি করেই বহু ধরনের Optical Illusion নিত্য Viral হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার কতগুলি যুক্তিসঙ্গত, কতগুলি অযৌক্তিক তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।

উপরের এই Optical Illusion-টি যেমন। হালে এটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো রঙের কাগজের উপর সাদা রেখাচিত্র এটি। এতে আছে দু’টি প্রাণী। আর কোন প্রাণীটি আগে চোকে পড়ছে, সেটিই নাকি বলে দেবে যিনি Optical Illusion-টি দেখছেন, তাঁর চরিত্র সম্পর্কে। 

আপনি এই ছবিটি দেখে কোন প্রাণী দেখতে পাচ্ছেন গোড়াতেই? তাহলে বলে দেওয়া যাক, এখানে মূলত দু’টি প্রাণী দেখা যাচ্ছে। প্রথমটি হাঁস, দ্বিতীয়টি খরগোশ। 

এবার দেখে নেওয়া যাক, কী বলা হয়েছে এই Optical Illusion-টি সম্পর্কে।

  • যাঁরা প্রথমে হাঁসটি দেখছেন: এই Optical Illusion প্রসঙ্গে বলা হয়েছে, যাঁরা প্রথমেই এর মধ্যে হাঁসটি দেখতে পাচ্ছেন, তাঁরা খুব খোলার মনের মানুষ। সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। তাঁরা মনের মধ্যে কিছু চেপে রাখতে পছন্দ করেন না। অন্যকে সহজে আপন করে নিতে পারেন। নিজের বৃত্তের মধ্যে কেউ অস্বস্তিতে থাকলে, তাঁকে সাহায্য করার চেষ্টা করেন। 
  • যাঁরা প্রথমে খরগোশটি দেখছেন: তাঁরা খুব ভেবেচিন্তে কাজ করতে পছন্দ করেন। না ভেবে কোনও সিদ্ধান্ত নেন না। অন্তর্দর্শনের বোধ ভালো। ভবিষ্যৎ সম্পর্কে সচেতন। অন্যকে পরামর্শ দিতে পারেন। জীবনে উন্নতি করতে পারেন এই ধরনের মানুষ। সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকে। 
  • যাঁরা অথি দ্রুত দু’টি প্রাণীই দেখতে পাচ্ছেন: এই ধরনের মানুষ খুব সৃজনশীল হন বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, এঁরা হয়তো একটু অগোছালো, কিন্তু নতুন কিছু করার বিষয়ে খুবই উদ্যমী। 

আপনি এবার বলুন, এই ছবির দিকে প্রথম বার তাকিয়ে আপনি কোন প্রাণীটিকে দেখতে পেলেন। আর নিজের উত্তর থেকে নিজেকেই আরও কিছুটা চিনে নিন। 

বন্ধ করুন