Viral Video:‘তিনটে পরোটা আনলিমিটেড তরকারি…’ রাজুদার (Raju Da Pocket Paratha) এই আনলিমিটেড তরকারির কথা শুনেই বোধহয় পরোটা খেতে গিয়েছিলেন এক ক্রেতা। কিন্তু চরম দুর্ব্যবহারের শিকার হতে হল শেষমেশ। বারবার তরকারি চাওয়ায় দোকান থেকে তাঁকে একপ্রকার তাড়িয়েই দিলেন পকেট পরোটার রাজু ঘোষ। নেটিজেনদের চরম সমালোচনার মুখেও পড়তে হল রাজুদাকে এই কারণে।
আরও পড়ুন - HT Bangla Exclusive: রাজুদা আর ফেলুদার বন্ধু এবার এক ফ্রেমে! পকেট পরোটা খেয়ে কী বললেন অনির্বাণ
‘ঠেলে ঠেলে ওদিকে পাঠিয়ে দে’
ঠিক কী ঘটেছে? সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োয় রাজুদাকে দেখা যাচ্ছে বেশ রাগী মেজাজে। ভিডিয়োতে কোনও এক ভ্লগারকে নিজের পোশাক দেখিয়ে ‘কাটারি কাটারি’ বলছিলেন রাজুদা। সেই মুহূর্তেই পরোটা খেতে খেতে এক ক্রেতা এগিয়ে এসে তরকারি চান। হাতা দিয়ে তরকারি তুলে দিলেও ক্রেতার মুখ দেখামাত্রই রাজুদা বলে ওঠেন, ‘এই তুই যাবি এখান থেকে! একটা পরোটার জন্য নব্বইবার তরকারি চায়।’ পরক্ষণেই এনআরএস সাবওয়ের মুখে বসে থাকা সহকারীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই এটাকে পাঠা তো এখান থেকে। গেটের ওদিকে পাঠা। একদম ঠেলে ঠেলে ওদিকে পাঠিয়ে দে।’ ক্রেতা তখনও খাবার খাচ্ছিলেন। সেই অবস্থাতেই তৎক্ষণাৎ তাঁকে লোকটি এসে ওখান থেকে সরিয়ে দেন।
আরও পড়ুন - HT Bangla Exclusive: রাজুদাকে কি অপছন্দ একেন বাবুর? পোস্টের ক্যাপশনে কাকে নিশানা অনির্বাণের
‘রাজুদার ব্যবহার পাল্টে যাচ্ছে’
ভিডিয়োটি নেটদুনিয়ায় ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকেই বলেন, রাজুদা নিজেই তো বলেন, আনলিমিটেড তরকারি দেওয়া হবে। তাহলে এই বেলায় তিনি কেন দুর্ব্যবহার করলেন? অন্য এক নেটিজেনের মন্তব্য, রাজুদার ইউএসপি-ই তো আনলিমিটেড তরকারি। অন্য বিক্রেতারা তা দেন না বলেই তো সকলে রাজুদার কাছে যান। কেউ কেউ মন্তব্য করেন, ‘আনলিমিটেড তরকারি বলেই যতবার ইচ্ছে চাওয়াটা ঠিক নয়।’ তবে কারও কারও মতে, ‘ভাইরাল হওয়ার পর থেকে রাজুদার ব্যবহার পাল্টে যাচ্ছে।’
আরও পড়ুন - পরোটা বিক্রি ছেড়ে এবার রেস্তোরাঁ খুলছেন রাজুদা? কী কী পাবেন ‘মাই কাটোরি’তে
নেটপাড়ার ট্রোল
প্রসঙ্গত, নানা ভিডিয়োতে রাজুদাকে প্রায়ই বলতে শোনা যায়, ‘যতক্ষণ না তোমার পরোটা শেষ হয়, ততক্ষণ আমি পরোটা দিয়ে যাব।’ আনলিমিটেড তরকারির ট্রেন্ড রাজুদাই প্রথম শুরু করেন। এর জেরে এমনও অনেকদিন গিয়েছে, যেদিন পরোটা সব শেষ হয়নি কিন্তু তরকারি শেষ হয়ে গিয়েছে। সেই রাজুদা এই দিন হঠাৎ বিরক্ত হয়ে গেলেন কেন।প্রশ্ন উঠছে তাই নিয়ে। বিরক্ত হলেও ক্রেতাকে ওভাবে লোক দিয়ে ‘ঠেলে’ তাড়িয়ে দেওয়া রাজুদার মতো ভদ্র মানুষের থেকে আশা করা যায়? এমন প্রশ্নও করেছেন অনেক নেটিজেন।